সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ডলার দেওয়ার কথা বলে মুক্তিযোদ্ধার ৪ লাখ টাকা ছিনতাই!

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ডলার দেওয়ার কথা বলে মুক্তিযোদ্ধার ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে টাকা নিয়ে উধাও হয়ে গেছে আটক ছিনতাইকারীর সহযোগীরা। সিলেট নগরীর লালবাজারে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আটক ছিনতাইকারী আসাদ মিয়া (৩৮) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার আবদিয়া গ্রামের আসমত মল্লিকের ছেলে। ছিনতাইর শিকার দক্ষিণ সুরমার শিববাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দেব গোপাল জানান, স্ত্রীকে নিয়ে তিনি ভারতে তীর্থে যাওয়ার জন্য গত বৃহস্পতিবার ডলার কিনতে নগরীর আম্বরখানার সোনালী ব্যাংকের নিচের একটি মানি এক্সচেঞ্জে যান। ডলারের দাম বেশি চাওয়ায় তিনি কিনেননি। ওই সময় আসাদ মিয়া তাকে অপেক্ষাকৃত কম দামে ডলার দেওয়ার আশ্বাস দেন। কথা আনুযায়ী গতকাল সকাল সাড়ে ৮টার দিকে তিনি ৪ লাখ টাকা নিয়ে নগরীর লালবাজার এলাকায় আসেন। ডলার নেওয়ার জন্য গৌরাঙ্গ দেব টাকা বের করলে আসাদ ও তার সঙ্গে থাকা এক যুবক তা নিয়ে দৌড় দেয়। এ সময় আশপাশের লোকজন মিলে আসাদকে আটক করতে সক্ষম হয়। কিন্তু তার কাছে ছিনতাই করা টাকা পাওয়া যায়নি। সহযোগী ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়েছে বলে দাবি করেন গৌরাঙ্গ।

এদিকে আটকের পর আসাদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ আলী মাহমুদ জানান, এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। সে আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর