বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভারতের ১২ পর্যটকের ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতীয় ১২ পর্যটক। গতকাল তারা জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে সন্ধ্যায় তারা সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন এবং কবিতা আবৃত্তি করেন।

এসব ভারতীয় পর্যটক পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুর ঘাট ছন্দম নৃত্য দল ও মুক্তাক্ষর সাহিত্য সংগঠনের সদস্য। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা ভারতের এসব নাগরিককে পেয়ে উচ্ছ্বসিত বগুড়াবাসীও। এ বিশেষ দিনে তাদের পেয়ে অনেকেই ছবি তুলছেন ও কথা বলছেন।

নৃত্য দল ছন্দমের সেক্রেটারি পূর্বা বঙ্গোপাধ্যায় বলেন, ভাষা দিবস এমনভাবে বাংলাদেশে পালন হয় চোখে না দেখলে বুঝতেই পারতাম না। বাংলা ভাষার প্রতি গভীর শ্রদ্ধায় রাত থেকে পরদিন শহীদ বেদিতে ফুল দেওয়া হয়। এতে অংশ নিতে পেরে সত্যিই আমি অভিভূত। সাহিত্য সংগঠন মুক্তাক্ষরের সভাপতি দেবাশীষ অধিকারী বলেন, শ্রদ্ধা এবং ভালোবাসার দিন একুশ। এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। মন ভরে গেছে একুশের এই আয়োজনে আসতে পেরে। বারবার আসব এখানে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর