বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

হজযাত্রীদের অস্বাভাবিক বিমান ভাড়া কমানোর দাবি জমিয়তের

নিজস্ব প্রতিবেদক

পবিত্র হজ ও ওমরাহ যাত্রীদের অস্বাভাবিক বর্ধিত বিমান ভাড়া কমানোর দাবি জানিয়েছেন জমিয়তে ওলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক। তিনি বলেন, বর্ধিত বিমান ভাড়া সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। সীমাহীন দুর্নীতির শেষ আঘাত ধর্মপ্রাণ হজ ও ওমরাহ যাত্রীরা। পৃথিবীর কোনো দেশ থেকেই জেদ্দা রুটে এত বেশি বিমান ভাড়া নেওয়া হয় না। মাওলানা আশরাফুল হকের আজ সপরিবারে ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যাওয়া উপলক্ষে গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মাওলানা আশরাফুল হক জানান, ওমরাহ পালনসহ পবিত্র মক্কা, মদিনার ইসলামের স্মৃতিবিজড়িত বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোও তিনি জিয়ারত করবেন।

পরিবার, দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও উন্নতি-অগ্রগতি এবং মাগফিরাতের জন্যও তিনি দোয়া করবেন।

সর্বশেষ খবর