বুধবার, ২২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত থাকবে : আইনমন্ত্রী

প্রতিদিন ডেস্ক

সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির ৩৪৭তম অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক সংস্থার বিভিন্ন শ্রমমানের সঙ্গে সংগতি রেখে শ্রমিকদের কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নে গৃহীত নানামুখী উদ্যোগের কথা উল্লেখ করে এক্ষেত্রে সরকারের প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। ১৩ মার্চ শুরু হওয়া আইএলওর অধিবেশনে বাংলাদেশের ওপর আলোচনায় আইনমন্ত্রী বলেন, আইএলও-তে ২০২১ সালে সরকারের উপস্থাপিত রোডম্যাপের আলোকে সরকার বাংলাদেশ লেবার রুলস সংশোধন করেছে এবং ইপিজেড লেবার রুলস প্রণয়ন করেছে। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইন প্রণয়নের লক্ষ্যে অংশীদারদের মতামত সংকলন করার কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন। একটি গণতান্ত্রিক দেশে আইন প্রণয়ন অংশীদারদের মতামতের ভিত্তিতে হয় বিধায় প্রণয়ন প্রক্রিয়া সময়সাপেক্ষ উল্লেখ করে মন্ত্রী এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।

আইনমন্ত্রী বলেন, শ্রমিকদের অভিযোগের ন্যায়বিচার নিশ্চিত করতে তিনটি নতুন শ্রম আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। মন্ত্রী বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের তৈরি পোশাক কারখানাসহ দেশের শ্রমঘন সব খাতে বৈপ্লবিক অগ্রগতি হয়েছে। একটি জনবহুল দেশে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিদ্যমান চ্যালেঞ্জগুলোর পাশাপাশি কভিড মহামারি ও যুদ্ধের ফলে জ্বালানি মূল্যবৃদ্ধির প্রসঙ্গ উত্থাপন করে আইনমন্ত্রী বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন। গভর্নিং বডির সদস্যরা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবং উন্নত কর্মপরিবেশ নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।

সর্বশেষ খবর