শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

প্রথম রোজায় কালবৈশাখী

নিজস্ব প্রতিবেদক

রমজান মাসের প্রথম বিকালেই গতকাল রাজধানী ঢাকায় কালবৈশাখী ঝড় বয়ে যায়। ছুটির দিন বিকাল পৌনে ৪টার দিকে হঠাৎ করেই আকাশ কালো হয়ে আসে। এরপর ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হয়। অবশ্য বৃষ্টির পরই আকাশে ফের সূর্যের দেখা মেলে। আবহাওয়া অফিস একে কালবৈশাখী ঝড় বলেছে। তবে রোজার প্রথম দিনের বিকালে বৃষ্টি হওয়ায় রোজাদারদের মধ্যে স্বস্তি নেমে আসে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের একজন আবহাওয়াবিদ জানান, গতকাল বিকালে যে ঝড় হয়েছে এলাকাভেদে তা প্রায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা স্থায়ী হয়। পরে থেমে যায়। আর ঝড় থেমে গেলেই বৃষ্টিও বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি হওয়ার আর কোনো সম্ভাবনাও থাকে না। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল বিকালে বৃষ্টি হয়েছে। একই সঙ্গে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়।

এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর। জানা যায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর