এনডিপি চেয়ারম্যান কারি আবু তাহের বলেছেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া আগামীতে নির্বাচন নয়। এ দেশের জনগণ নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না। এ সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সরকারবিরোধীদের ওপর যতই নির্যাতন করুক, গ্রেফতার করুক, হত্যা-গুম করুক, এ দেশের মানুষকে তাদের যে চাওয়া, তা থেকে সরাতে পারবে না। গতকাল রাজধানীর মালিবাগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।
কারি আবু তাহের বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিরোধী দলগুলোকে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাই অধিকার আদায়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এ লড়াইতে শামিল হতে হবে। ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য দেশের ১৭ কোটি মানুষকে একত্রিত করতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আবদুল্লাহ আল হারুন সোহেল, যুগ্ম মহাসচিব মো. জুয়েল প্রমুখ।