রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সারের দাম বাড়িয়ে কৃষককে চাপে ফেলা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ জনগণের নাভিশ্বাস অবস্থা। এর মধ্যে ইউরিয়াসহ সব সারের দাম বৃদ্ধি করে কৃষকের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয়েছে। সারের এ মূল্যবৃদ্ধি কৃষক ও কৃষির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। অবিলম্বে সারের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে।

গতকাল পল্টনে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা আহমদ আলী কাসেমী, জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, আবু সালেহীন প্রমুখ।

সর্বশেষ খবর