বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

পদ্মা সেতুতে কাল থেকে চলবে মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বপ্নের পদ্মা সেতুতে আবারও মোটরসাইকেল চলাচলের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু দিয়ে চলাচলের সময় বাইকের গতি থাকবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার। নিয়ম ভাঙলে ফের বন্ধ হতে পারে এ সুযোগ। গতকাল দুপুরে গণভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। ওবায়দুল কাদের জানান, কাল সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে বাঁ দিকের সার্ভিস লেনে মোটরসাইকেল চলাচল করবে। কোনো বাইকার যদি নিয়মের ব্যত্যয় ঘটান; যেমন ওভারস্পিড, লেন না মানা- এমন ক্ষেত্রে সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হতে পারে। উল্লেখ্য, গত বছরের ২৫ জুন উদ্বোধন হয় স্বপ্নের পদ্মা সেতু। পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ওই দিনই মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটে প্রাণহানি।

পরদিন এক গণবিজ্ঞপ্তিতে ২৭ জুন সকাল ৬টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

সর্বশেষ খবর