রবিবার, ৭ মে, ২০২৩ ০০:০০ টা

কারখানায় বিস্ফোরণে মারা গেলেন পাঁচজনই

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে রূপগঞ্জের ভুলতায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন গোলাম রাব্বানী (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের প্রাণহানি ঘটল।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শুক্রবার রাত ১১টার দিকে গোলাম রাব্বানীর মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন গতকাল বলেন, বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ভুলতা থেকে এখানে সাতজন দগ্ধ রোগীকে নিয়ে আসা হয়। ওইদিন রাতে মারা যাওয়া ইলিয়াসের শরীর ৯৮ শতাংশ দগ্ধ ছিল। শুক্রবার নিয়ন, আলমগীর হোসেন, গোলাম রাব্বানী মারা যান। তাদের শরীর ৯০ থেকে ৯৫ শতাংশ দগ্ধ ছিল। চিকিৎসাধীন?দদুজনের অবস্থাও আশঙ্কাজনক। তারা হলেন- ইব্রাহিম ও জুয়েল। জানা গেছে, ভুলতার গোলাকান্দাইলে রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড স্টিল মিলে বৃহস্পতিবার বিকালে বিস্ফোরণ হয় এতে সাতজন দগ্ধ হন। তারা সবাই ওই মিলের শ্রমিক।

সর্বশেষ খবর