শিরোনাম
রবিবার, ৭ মে, ২০২৩ ০০:০০ টা

গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনের বিকল্প নেই

ইসলামী গণতান্ত্রিক পার্টি

নিজস্ব প্রতিবেদক

ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। তিনি বলেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। জনগণ যদি ভোট কেন্দ্রে যায় তাহলে নির্বাচন নিরপেক্ষ হবেই। আমরা সে লক্ষ্যেই কাজ করছি। গতকাল রাজধানীর কলাবাগানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, চক্রান্ত, জঙ্গিবাদ ও দৃশ্যমান নৈরাজ্যের প্রতিবাদ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন সাবেক এই সংসদ সদস্য। এম এ আউয়াল আরও বলেন, ইসলামী গণতান্ত্রিক পার্টি উন্নয়নের ধারাবাহিকতায় বিশ্বাসী। আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা-অপপ্রচার এবং অপরাজনীতিতে বিশ্বাস করি না। আমরা শান্তির রাজনীতি, দেশের উন্নয়ন ও মৌলিক অধিকার রক্ষায় বিশ্বাসী।

নেতা-কর্মীদের আগামী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন তিনি। এ সময় মহাসচিব নুরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর