সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও দৈনিক আল আমীন সম্পাদক আলহাজ মকবুল হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠন মোহাম্মদপুর, টাঙ্গাইলের নাগরপুর-দেলদুয়ার, বিক্রমপুরের বিভিন্ন সংগঠন, আলহাজ মকবুল হোসেন ফাউন্ডেশন, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এম এইচ শমরিতা মেডিকেল কলেজ, সিটি ইউনিভার্সিটি, পান্না টেক্সটাইল, এ্যামিকো ল্যাবরেটরিজ, আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় আলহাজ মকবুল হোসেন ট্রাস্ট ফান্ডের আয়োজনে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে সকাল ৯টায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। বিজ্ঞপ্তি