বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ০০:০০ টা
গোলটেবিলে বক্তারা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে

নিজস্ব প্রতিবেদক

বিএনডিপির চেয়ারম্যান ও ইউএনর মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান বলেছেন, নৈতিকতার অভাবে অধিক মুনাফা লাভের জন্য ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছেন। এতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। তাদের এ অমানবিক আচরণ পরিহার করে সাধারণ মানুষের কথা মাথায় রেখে বাজার স্বাভাবিক রাখতে সরকারকে বিশেষ ভূমিকা রাখতে হবে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশন আয়োজিত ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের সেক্রেটারী মো. লিংকন মিয়ার সভাপতিত্বে বক্তব্য ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মো. হুমায়ুন করিব তালুকদার, মুরাদ খান, সোলায়মান হোসেন, টুটুল মাহমুদ, মাসুদ আহম্মেদ, মো. আইয়ুব শেখ, মো. আলমগীর হোসেন, সুলতানা বেগম প্রমুখ।

সর্বশেষ খবর