চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানকে মারধর করার অভিযোগ উঠেছে কৃষক লীগের নেত্রী সামসাদ রানুর বিরুদ্ধে। গতকাল সকাল ১০টায় স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াছ হোসেনের সামনেই ন্যক্কারজনক এ ঘটনা ঘটে। কৃষক লীগের নেত্রী সামসাদ রানু আলমডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর। প্রত্যক্ষদর্শী ও স্কুলের একাধিক সূত্রে জানা যায়, সামসাদ রানুর ছেলে সপ্তম শ্রেণির ছাত্র। ছেলের পড়াশোনা সংক্রান্ত কাজে তিনি সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে গিয়ে দেখতে পান প্রধান শিক্ষক উপস্থিত হননি। প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান স্কুলে ঢোকেন ৯টা ৫০ মিনিটে। এতে ক্ষুব্ধ হয়ে রানু প্রধান শিক্ষককে ধাক্কাতে ধাক্কাতে অফিস কক্ষের ভিতরে নিয়ে যান। পরে দুজনের মধ্যে বাগবিতন্ডা হয়। এ সময় উত্তেজিত রানু প্রথমে প্রধান শিক্ষকের মুখে একের পর এক চড় মারতে থাকেন পরে পায়ের স্যান্ডেল খুলে মারতে থাকেন। এর পরপরই তিনি স্কুল ছেড়ে চলে যান। অভিযুক্ত সামসাদ রানু বলেন, ‘বিদ্যালয়ের কক্ষ খুলতে দেরি হওয়ায় আমার ছেলেসহ অন্য শিক্ষার্থীরা কষ্ট পাচ্ছিল। এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক সদুত্তর না দিয়ে বাহানা করতে থাকে। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি হয়।’ প্রত্যক্ষদর্শী সহকারী প্রধান শিক্ষক ইলিয়াছ হোসেন বলেন, ‘আমি অফিসের ভিতরেই ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই স্যারকে মারধর করেন অভিভাবক সামসাদ রানু।’ প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান বলেন, ‘যা ঘটেছে তা অত্যন্ত অপমানকর। স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। তার সঙ্গে পরামর্শ করে আইনি সিদ্ধান্ত নেব।’ বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর বলেন, ‘সামসাদ রানু নামের মহিলা প্রধান শিক্ষকের সঙ্গে যেটা করেছেন তা ফৌজদারি অপরাধ এবং নিন্দনীয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
প্রধান শিক্ষককে স্যান্ডেল দিয়ে পেটালেন কৃষক লীগ নেত্রী
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর