চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানকে মারধর করার অভিযোগ উঠেছে কৃষক লীগের নেত্রী সামসাদ রানুর বিরুদ্ধে। গতকাল সকাল ১০টায় স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াছ হোসেনের সামনেই ন্যক্কারজনক এ ঘটনা ঘটে। কৃষক লীগের নেত্রী সামসাদ রানু আলমডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর। প্রত্যক্ষদর্শী ও স্কুলের একাধিক সূত্রে জানা যায়, সামসাদ রানুর ছেলে সপ্তম শ্রেণির ছাত্র। ছেলের পড়াশোনা সংক্রান্ত কাজে তিনি সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে গিয়ে দেখতে পান প্রধান শিক্ষক উপস্থিত হননি। প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান স্কুলে ঢোকেন ৯টা ৫০ মিনিটে। এতে ক্ষুব্ধ হয়ে রানু প্রধান শিক্ষককে ধাক্কাতে ধাক্কাতে অফিস কক্ষের ভিতরে নিয়ে যান। পরে দুজনের মধ্যে বাগবিতন্ডা হয়। এ সময় উত্তেজিত রানু প্রথমে প্রধান শিক্ষকের মুখে একের পর এক চড় মারতে থাকেন পরে পায়ের স্যান্ডেল খুলে মারতে থাকেন। এর পরপরই তিনি স্কুল ছেড়ে চলে যান। অভিযুক্ত সামসাদ রানু বলেন, ‘বিদ্যালয়ের কক্ষ খুলতে দেরি হওয়ায় আমার ছেলেসহ অন্য শিক্ষার্থীরা কষ্ট পাচ্ছিল। এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক সদুত্তর না দিয়ে বাহানা করতে থাকে। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি হয়।’ প্রত্যক্ষদর্শী সহকারী প্রধান শিক্ষক ইলিয়াছ হোসেন বলেন, ‘আমি অফিসের ভিতরেই ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই স্যারকে মারধর করেন অভিভাবক সামসাদ রানু।’ প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান বলেন, ‘যা ঘটেছে তা অত্যন্ত অপমানকর। স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। তার সঙ্গে পরামর্শ করে আইনি সিদ্ধান্ত নেব।’ বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর বলেন, ‘সামসাদ রানু নামের মহিলা প্রধান শিক্ষকের সঙ্গে যেটা করেছেন তা ফৌজদারি অপরাধ এবং নিন্দনীয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
প্রধান শিক্ষককে স্যান্ডেল দিয়ে পেটালেন কৃষক লীগ নেত্রী
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর