চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানকে মারধর করার অভিযোগ উঠেছে কৃষক লীগের নেত্রী সামসাদ রানুর বিরুদ্ধে। গতকাল সকাল ১০টায় স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াছ হোসেনের সামনেই ন্যক্কারজনক এ ঘটনা ঘটে। কৃষক লীগের নেত্রী সামসাদ রানু আলমডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর। প্রত্যক্ষদর্শী ও স্কুলের একাধিক সূত্রে জানা যায়, সামসাদ রানুর ছেলে সপ্তম শ্রেণির ছাত্র। ছেলের পড়াশোনা সংক্রান্ত কাজে তিনি সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে গিয়ে দেখতে পান প্রধান শিক্ষক উপস্থিত হননি। প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান স্কুলে ঢোকেন ৯টা ৫০ মিনিটে। এতে ক্ষুব্ধ হয়ে রানু প্রধান শিক্ষককে ধাক্কাতে ধাক্কাতে অফিস কক্ষের ভিতরে নিয়ে যান। পরে দুজনের মধ্যে বাগবিতন্ডা হয়। এ সময় উত্তেজিত রানু প্রথমে প্রধান শিক্ষকের মুখে একের পর এক চড় মারতে থাকেন পরে পায়ের স্যান্ডেল খুলে মারতে থাকেন। এর পরপরই তিনি স্কুল ছেড়ে চলে যান। অভিযুক্ত সামসাদ রানু বলেন, ‘বিদ্যালয়ের কক্ষ খুলতে দেরি হওয়ায় আমার ছেলেসহ অন্য শিক্ষার্থীরা কষ্ট পাচ্ছিল। এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক সদুত্তর না দিয়ে বাহানা করতে থাকে। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি হয়।’ প্রত্যক্ষদর্শী সহকারী প্রধান শিক্ষক ইলিয়াছ হোসেন বলেন, ‘আমি অফিসের ভিতরেই ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই স্যারকে মারধর করেন অভিভাবক সামসাদ রানু।’ প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান বলেন, ‘যা ঘটেছে তা অত্যন্ত অপমানকর। স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। তার সঙ্গে পরামর্শ করে আইনি সিদ্ধান্ত নেব।’ বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর বলেন, ‘সামসাদ রানু নামের মহিলা প্রধান শিক্ষকের সঙ্গে যেটা করেছেন তা ফৌজদারি অপরাধ এবং নিন্দনীয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
প্রধান শিক্ষককে স্যান্ডেল দিয়ে পেটালেন কৃষক লীগ নেত্রী
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর