চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানকে মারধর করার অভিযোগ উঠেছে কৃষক লীগের নেত্রী সামসাদ রানুর বিরুদ্ধে। গতকাল সকাল ১০টায় স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াছ হোসেনের সামনেই ন্যক্কারজনক এ ঘটনা ঘটে। কৃষক লীগের নেত্রী সামসাদ রানু আলমডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর। প্রত্যক্ষদর্শী ও স্কুলের একাধিক সূত্রে জানা যায়, সামসাদ রানুর ছেলে সপ্তম শ্রেণির ছাত্র। ছেলের পড়াশোনা সংক্রান্ত কাজে তিনি সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে গিয়ে দেখতে পান প্রধান শিক্ষক উপস্থিত হননি। প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান স্কুলে ঢোকেন ৯টা ৫০ মিনিটে। এতে ক্ষুব্ধ হয়ে রানু প্রধান শিক্ষককে ধাক্কাতে ধাক্কাতে অফিস কক্ষের ভিতরে নিয়ে যান। পরে দুজনের মধ্যে বাগবিতন্ডা হয়। এ সময় উত্তেজিত রানু প্রথমে প্রধান শিক্ষকের মুখে একের পর এক চড় মারতে থাকেন পরে পায়ের স্যান্ডেল খুলে মারতে থাকেন। এর পরপরই তিনি স্কুল ছেড়ে চলে যান। অভিযুক্ত সামসাদ রানু বলেন, ‘বিদ্যালয়ের কক্ষ খুলতে দেরি হওয়ায় আমার ছেলেসহ অন্য শিক্ষার্থীরা কষ্ট পাচ্ছিল। এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক সদুত্তর না দিয়ে বাহানা করতে থাকে। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি হয়।’ প্রত্যক্ষদর্শী সহকারী প্রধান শিক্ষক ইলিয়াছ হোসেন বলেন, ‘আমি অফিসের ভিতরেই ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই স্যারকে মারধর করেন অভিভাবক সামসাদ রানু।’ প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান বলেন, ‘যা ঘটেছে তা অত্যন্ত অপমানকর। স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। তার সঙ্গে পরামর্শ করে আইনি সিদ্ধান্ত নেব।’ বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর বলেন, ‘সামসাদ রানু নামের মহিলা প্রধান শিক্ষকের সঙ্গে যেটা করেছেন তা ফৌজদারি অপরাধ এবং নিন্দনীয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা
- রাবির হলে গাঁজা সেবনকালে ৭ শিক্ষার্থী আটক
- ইসলামে আখলাকে হাসানার গুরুত্ব
- কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
- জবিতে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার
- ডিপফেক চিনবেন যেভাবে
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- চাটখিল-সোনাইমুড়ি সড়কে একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
- প্রেমিকাকে পতিতালয়ে বিক্রির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
প্রধান শিক্ষককে স্যান্ডেল দিয়ে পেটালেন কৃষক লীগ নেত্রী
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর