নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে অন্তর্বর্তী সরকার। এ ছাড়াও একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি নিয়ে সচিব করা হয়েছে। রাঙামাটি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
গত ২১ মে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) শফিউল আজিমকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব করে বিগত সরকার। আর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতির পর তাঁকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে। এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম হুমায়ুন কবীর। অতিরিক্ত সচিব হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন ছিলেন এ এস এম হুমায়ুন কবীর। গত ২৭ নভেম্বর অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ হাবিব উল্লাহকে ঠাকুরগাঁওয়ের ডিসি করা হয়েছিল। ঠাকুরগাঁওয়ের ডিসি ইশরাত ফারজানাকে রাঙামাটির ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। গতকালের প্রজ্ঞাপনে মোহাম্মদ হাবিব উল্লাহকে রাঙামাটির ডিসি করা হয়। আর ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানার বদলির আদেশের সেই অংশটুকুও বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এ ছাড়া গতকাল পৃথক আদেশে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিবকে সচিব পদোন্নতি দিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়েছে।
শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. তরিকুল আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার বণিককেও ওএসডি করা হয়েছে।