বরিশাল নগরীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিচারসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছে সহপাঠীরা। গতকাল সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত নগরীর আমতলা মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে গতিরোধক, সড়কে অবৈধ যানবাহন ও অবৈধ পার্কিং রোধ করে নিরাপদ করার দাবিও তোলেন তারা।
শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে শুধু মহাসড়কটিই নয়, শহরের উত্তর ও পূর্বাঞ্চলের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ নাগরিকদের ভোগান্তির সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় দেড়ঘণ্টার মাথায় শিক্ষার্থীরা সড়কটি থেকে অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে তাদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে দেয়।
প্রসঙ্গত, বরিশাল নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. মাহামুদুল হাসান অহি মঙ্গলবার বিকালে ট্রাকচাপায় নিহত হয়।