পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গতকাল ঢাকা মহানগর হাকিম মো. মাহবুবুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। দুই দফায় ১০ দিনের রিমান্ড শেষে তার জবানবন্দি দেওয়ার বিষয়টি জানিয়েছেন কোতোয়ালি থানার প্রসিকিউশন বিভাগের এসআই তানভীর মোর্শেদ চৌধুরী।
গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের গেটের কাছে সোহাগকে কুপিয়ে, পিটিয়ে ও পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক মামলা করেছে।