বিপক্ষ প্রার্থী নয়, ভারতের লোকসভার নির্বাচনে প্রতিটি দলের প্রার্থীদের কাছে এই মুহূর্তে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে 'গ্রীষ্মের কাঠফাটা গরম'। সপ্তাহ খানেক সময়ও বাকি নেই ভোটের। ৭ এপ্রিল থেকেই শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের ভোটযুদ্ধ। কিন্তু ইতোমধ্যেই বঙ্গজুড়ে যেভাবে তাপপ্রবাহ চলছে তাতে প্রচারের কাজ যথেষ্ট কষ্টসাধ্য হয়ে উঠেছে। গত দুই দিন ধরেই পশ্চিমবঙ্গে তাপমাত্রা থাকছে ৪০ ডিগ্রির আশপাশে। স্বভাবতই ৪০ ডিগ্রির গরম মাথায় নিয়ে দিনে তিন-চারটি জনসভা এক কথায় অসম্ভব হয়ে পড়েছে প্রার্থীদের। গরম ও রাজনীতির বিপক্ষে এই দ্বিমুখী লড়াই চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। কমবয়সী প্রার্থীরা যদিও বা ঠাঁ ঠাঁ পড়া রোদ্দুরকে উপেক্ষা করে নির্বাচনী প্রচারে বেরোচ্ছেন, কিন্তু অপেক্ষাকৃত বয়স্ক প্রার্থীরা এককদম এগিয়েই হাঁপিয়ে পড়ছেন। ছাতা কিংবা পানির বোতল সঙ্গে থাকলেও তা এই গরমকে প্রশমিত করার পক্ষে যথেষ্ট নয়। কারণ মাথায় রাখতে হচ্ছে 'হিট শক'-এর কথা। কারণ প্রচণ্ড গরমে রোদে ঘুরে ঘুরে প্রচার চালানোর সময় 'হিট শক' বা 'সান স্ট্রোক' হওয়ার সম্ভাবনা প্রবল।