'নির্বাচনের ফল ঘোষণার পরেই বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির সমালোকদের ভারত থেকে বিতারিত করা হবে' নির্বাচনী প্রচারে গিয়ে এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন বিহারের বিজেপি নেতা গিরিরাজ সিং। আজ শনিবার ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় একটি নির্বাচনী প্রচারে গিয়ে এই বিজেপি নেতা বলেন, 'যারা প্রধানমন্ত্রীর পদে মোদির বিরোধিতা করছেন, তারা পাকিস্তানের পথ ধরতে পারেন। আগামী দিনে তাদের ভারতের মাটিতে কোন স্থান নেই। তাদের জন্য একমাত্র পাকিস্তানের পথই খোলা আছে'।
গিরিরাজের এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় উঠেছে দেশজুড়ে। যেসময় এই মন্তব্য করেন সেসময় মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির সাবেক সভাপতি নীতিন গড়করির মতো সিনিয়র নেতারাও। যদিও এই নিয়ে মুখ খোলেননি কেউই।
এবারের নির্বাচনে বিহারের নওদা কেন্দ্র থেকে বিজেপি'র টিকিটে প্রার্থী হয়েছেন গিরিরাজ। মোদিকে সামনে রেখে এইবারের নির্বাচনে খুব ভাল ফল করার ব্যাপারে আশাবাদী ভারতীয় জনতা পার্টি। বিভিন্ন নির্বাচনী প্রচারণাতে গিয়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদীও নিজের সাম্প্রদায়িক তকমাকে মুছে ফেলে ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে ফেরানোর চেষ্টা করছেন। সেখানে দাঁড়িয়ে দলেরই এক নেতার এই মন্তব্যে দল যে অস্বস্তিতে পড়বে সে ব্যাপারে কোন সন্দেহ নেই।