ভারতের গুজরাট রাজ্যের চিকিৎসকরা ভোটারদের জন্য এক বিশেষ উদ্যোগ নিয়েছেন। এতে ভোটাররা চিকিৎসকের কনসালটেশন ফিতে কমপক্ষে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। ভারতীয় মেডিকেল এসোসিয়েশন একথা জানিয়েছেন। গুজরাটে রাজ্যে লোকসভা নির্বাচনের ভোটাভুটি আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে।
মেডিকেল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. জিতেন্দ্র পাটেল বলেন, রাজ্যের লোকজনকে ভোটদানে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আর এ বিশেষ ছাড় ভোটাভুটির তারিখের পর ৭ দিন পর্যন্ত চলবে। তবে এর সুবিধা নিতে হলে ভোটদানের প্রমাণস্বরূপ নাগরিকদেরকে ভোটের কালিযুক্ত আঙ্গুল দেখাতে হবে বলেও তিনি জানান।