গ্রেফতারি এড়াতে আজ মঙ্গলবার আদালতের কাছে আত্মসমর্পণ করে জামিন নিলেন বাবুল সুপ্রিয়। পূর্ব ঘোষণা অনুসারে আজ সকালে আসানসোল মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন তিনি। আসানসোল কেন্দ্রের এই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বেআইনি অস্ত্র আইন-সহ পাঁচটি অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।
শনিবার রানিগঞ্জে প্রচারে গিয়ে আক্রান্ত হন আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। এ ঘটনায় আক্রান্ত হন বাবুলের গাড়ির চালকও। অভিযোগ ওঠে এক স্থানীয় তৃণমূলের বিরুদ্ধে। সেদিনই বাবুলকে হেনস্থার অভিযোগে রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী নেতারা। রাস্তা অবরোধের ঘটনায় বাবুলের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা করা হয়েছে। সেই মামলাতেই আসানসোল আদালতে আত্মসমর্পণ করবেন আসানসোলের বিজেপি প্রার্থী।