ভারতের আম আদমি পার্টি এএপি'র প্রধান অরবিন্দ কেজরিওয়াল নিজেকে নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধীর 'সৎ বিকল্প' হিসেবে আখ্যায়িত করেছেন। এছাড়া নিজেকে ফকির রূপে তুলে ধরে লোকসভা নির্বাচনের প্রচারাভিযান জনগণের অর্থে চালাবেন বলেও জানিয়েছেন। সেই সঙ্গে তিনি নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধীর নির্বাচনী প্রচারের ব্যয় নিয়ে সমালোচনা করেছেন। আজ বারানসি থেকে লোকসভা নির্বাচনের জন্য নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রাক্কালে এসব কথা বলেন কেজরিওয়াল।
মনোনয়নপত্র জমা দেওয়ার পথে এক রোড শোতে কেজরিওয়াল নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধীর বিজ্ঞাপনী প্রচারের ক্ষেত্রে বিশাল অর্থব্যয়ের প্রতি জনগণের মনোযোগ টানেন। তখন জনগণকে জিজ্ঞাসা করেন তারা কি ধরনের গণতন্ত্র চায় সে ব্যাপারে যেন সিদ্ধান্ত নেয়।
কেজরিওয়াল বলেন, কেউ একজন বলছিল যে মোদি বিজ্ঞাপন বাবদ ৫ হাজার কোটি রুপি খরচ করছেন। গান্ধীও [রাহুল] এক্ষেত্রে প্রচুর অর্থ খরচ করছেন। আপনারা টিভি দেখেন, পত্রিকা পড়েন, বিলবোর্ড দেখেন; মোদি ও গান্ধী সেসব জায়গায় আছেন। তারা সবখানে আছেন। যদি মোদি নির্বাচিত হয়ে ক্ষমতায় যান, তাহলে তিনি কমপক্ষে ৫ লাখ কোপি রুপি বানাবেন।
তিনি আরো বলেন, আমি ফকির। আমার কোনো অর্থ নেই। আমি আপনাদের অর্থে প্রচারাভিযান চালাব। তাই কি চান সে ব্যাপারে আপনারা সিদ্বান্ত নিন।
উল্লেখ্য, চলমান লোকসভা নির্বাচনে কেজরিওয়াল উত্তর প্রদেশের হাই-ভোল্টেজ আসন বারানসি থেকে মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।