লোকসভা নির্বাচন নিয়ে বিপুল আত্মবিশ্বাসে আছেন বিজেপি'র প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি। তাই তো গতকাল বিহারে নির্বাচনী প্রচারের সময় বিপুল জনসমাবেশে বলে বসলেন, "সারা দেশে সুনামির মতো ঢেউ উঠেছে। এই ঢেউ ধুয়ে দেবে কংগ্রেসকে।"
সেই সঙ্গেই অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে মোদি বলেন, "অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন ছিল ভারত ও নেপালের নদীগুলোকে একসঙ্গে জুড়ে দেওয়ার। আমরা ক্ষমতায় এসে সেই স্বপ্পপূরণ করতে চাই।"
বৃহস্পতিবার দেশের ষষ্ঠ দফার নির্বাচনে বিহারে ব্যাপকভাবে ভোটদান করতে দেখা যায় মহিলা ও অল্পবয়সী ভোটারদের। ভোটার মধ্যে মোদি সমর্থন করার প্রবণতাও লক্ষ্য করা গেছে। ১৫ এপ্রিল প্রকাশিত এক্সিট পোলেও দেখা যাচ্ছে এগিয়ে রয়েছে বিজেপিই। ১৬ মে জানা যাবে দেশের দায়িত্ব কার কাঁধে বর্তাচ্ছে।