আগামী জুলাই মাসে বিশ্বকাপ ফুটবল ফাইনালে খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে শেষ হাসি হেসে ষষ্ঠ বারের জন্য কাপজয়ী হবে আয়োজক দেশ ব্রাজিলই। সম্প্রতি এই ভবিষ্যদ্বাণী করেছে মার্কিন লগ্নিকারী ব্যাংক গোল্ডম্যান স্যাক্স।
গোল্ডম্যান কর্তৃপক্ষ জানিয়েছেন, ১৯৬০ সাল থেকে শুরু করে মোট ১৪ হাজার আন্তর্জাতিক ফুটবল ম্যাচের ফলাফল বিশ্লেষণ করেই এই পূর্বাভাস করা হয়েছে। গোল্ডম্যান কর্তাদের যুক্তি, এ পর্যন্ত মোট ৪ বার দক্ষিণ আমেরিকায় বিশ্বকাপের আসর বসেছে। প্রতিবারই লাতিন আমেরিকার কোনও দেশ বিশ্বকাপ জিতেছে।
গোল্ডম্যানের তৈরি করা রিপোর্টে তিন জন অর্থনীতিবিদ জ্যান হ্যাটজিয়াস, সোয়েন জারি স্টেন এবং ডনি মিলার জানিয়েছেন, ফুটবলের ইতিহাসে প্রথম স্থান অধিকার করা আয়োজক দেশ ব্রাজিলের ঘরের মাঠে বিশ্বকাপ জয় কোনও চমকপ্রদ ঘটনা নয়। কিন্তু ব্রাজিলের সপক্ষে সুবিধের পরিমাণ অবাক করার মতো। তাদের পূর্বাভাস অনুযায়ী, ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারাবে নেইমারের দল।
শুধু তাই নয়, গোল্ডম্যান স্যাক্স-এর রিপোর্ট জানাচ্ছে, নক আউট পর্যায়ে নেদারল্যান্ডস, উরুগুয়ে ও জার্মানিকে হারিয়ে ফাইনালে উঠবে ব্রাজিল। অন্য দিকে, ইকুয়েডর, পোর্তুগাল ও স্পেনকে পর্যুদস্ত করে ব্রাজিলের মুখোমুখি হবে মেসির দেশ।
তবে অতীতে গোল্ডম্যানের পূর্বাভাস না মেলার উদাহরণ রয়েছে ভুরি ভুরি। ২০১০ বিশ্বকাপে ব্রাজিলকেই চ্যাম্পিয়ন বলে ঘোষণা দিয়েছিল এ সংস্থাটি। তাদের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, সেবার ব্রাজিলের কাপ জেতার সম্ভাবনা ছিল ২৬.৬ শতাংশ। কিন্তু দক্ষিণ আফ্রিকায় কোয়ার্টার ফাইনালেই মুখ থুবড়ে পড়ে হলুদ-সবুজ জার্সি। গত বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের জয় সম্পর্কে ১৫.৭ শতাংশ সম্ভাবনার কথা জানিয়েছিল গোল্ডম্যান।