ব্রাজিল বিশ্বকাপ ফুটবল সামনে রেখে ৩টি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে অাফ্রিকার দেশ হন্ডুরাসের। গতকাল এর প্রথমটিতেই তুরস্কের কাছে ২-০ গোলে হেরে গেছে তারা।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত তুরস্কের বিরুদ্ধে এ প্রীতি ম্যাচের প্রথম অর্ধেকটা ছিল বেশ নিষ্ফলা। তবে দ্বিতীয়ার্ধের ৭০তম মিনিটে তুরস্ককে এগিয়ে দেন এরদিনক। ৮৩তম মিনিটে এ ব্যবধান বাড়িয়ে ২-০ করেন কানের এরকিন।
বাকি দুটো ম্যাচের একটি আগামী রবিবার ইজরায়েলের বিরুদ্ধে এবং অপর ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে। এ দুটো ম্যাচও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।
ব্রাজিল বিশ্বকাপে 'ই' গ্রুপে হন্ডুরাসের অবস্থান। এ গ্রুপের অন্য দেশগুলো হচ্ছে ফ্রান্স, ইকুয়েডর ও সুইজারল্যান্ড। হন্ডুরাস তাদের ম্যাচ খেলবে ১৫ জুন ফ্রান্সের বিপক্ষে।