আর্জেন্টিনার তারকা ফুটবলার সার্জিও আগুয়েরা ব্রাজিল বিশ্বকাপে ঝড় তুলতে চান। স্বর্ণের জুতার যোগ্য দাবীদার বলে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে আছেন বলে জানান অার্জেন্টিনার এ তারকা।
১৯৭৮ সালে স্বাগতিক আর্জেন্টিনার হয়ে ছয় গোল করে মারিও কেম্পেস গোল্ডেন বুট জিতেছিলেন। সে সময় মারিওর সতীর্থ হিসেবে দলে ছিলেন দিয়েগো ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও হারনান ক্রেসপোর মতো কিংবদন্তি ফুটবলাররা। তবে এরপর আর কোনো আর্জেন্টাইনের কপালে স্বর্ণের জুতা লাভের সৌভাগ্য হয়নি।
গত বিশ্বকাপে কোনো গোল করতে না পারলেও ম্যানচেস্টার সিটির হয়ে এ মৌসুমে দারুণ খেলেছেন আগুয়েরা। বলতে গেলে, গত চার বছর চমৎকার খেলে এখন আত্মবিশ্বাসের তুঙ্গে অাছেন তিনি। তাই অাগুয়েরো বলেন, ‘অবশ্যই আমি গোল্ডেন বুট জিততে পারি। এটাকে এবার নিজের করে নিতে চাই।'
শুধু তাই নয়, ব্রাজিল বিশ্বকাপ জয়ের জন্যও দারুন আত্মপ্রত্যয়ী আগুয়েরা। আর্জেন্টিনার হয়ে ৪৭ ম্যাচে ২১ গোল করা এই স্ট্রাইকার বলেন, ‘আমরা শিরোপা জিততে চাই। তবে সেটি সহজ নয়।’