এসি মিলানের দুই তারকা কাকা ও রবিনহোকে ছাড়াই স্বাগতিক ব্রাজিলের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লুই ফিলিপ স্কলারি। কাকা ও রবিনহোকে স্ট্যান্ড বাই দলেও রাখেননি তিনি।
এছাড়া প্যারিস সেন্ট জার্মেইর মিডফিল্ডার লুকাস মৌরা লিভারপুলের লুকাস লেইভা এবং অ্যাথলেটিকো মাদ্রিদ যুগল মিরান্ডা ও ফিলিপ লুইসকে দলের বাইরে রেখেছেন কোচ।
২৩ সদস্যের ব্রাজিল দল:
গোলরক্ষক: হুলিও সিজার, জেফাসন ও ভিক্টর।
রক্ষণভাগ: মার্সেলো, দানি আলভেজ, মাইকন, ম্যাক্সওরেল, থিয়াগো সিলভা, ডেভিড লুইজ, দন্তে ও হেনরিক।
মধ্যমাঠ: পলিনহো, রামিরেজ, উইলিয়ান, অস্কার, হার্নানেস, লুইজ গুস্তাভো ও ফার্নানদিনহো।
আক্রমণভাগ: বার্নার্ড, নেইমার, ফ্রেড, জো ও হাল্ক।