আর কয়েকদিন বাদেই ব্রাজিলে উড়ে যাবেন মেসিরা। যে বিমানে করে উড়বেন মেসিরা, সেটিও প্রস্তুত।
এরোলাইনেস আর্জেন্টিনাসের বিমানটির শরীর সাজানো হয়েছে আকাশি-সাদা রং। পাখার দিকটায় লেখা 'ভামোস আর্জেন্টিনা'। যার অর্থ হল 'এগিয়ে চলো আর্জেন্টিনা'।
সামনের দিকে দলের তিন প্রধান ভরসা সের্জিও আগুয়েরো, গনজালো হিগুয়েইন ও লিওনেল মেসির উদযাপনের ছবি। আলেসান্দ্রো সাবেয়ার দল এই মুহূর্তে অনুশীলনে ব্যস্ত বুয়েনোস এয়ারসে।