দু'টো প্রস্তুতি ম্যাচের মধ্যে দু’টিতেই হার মেক্সিকোর। এমনকী, একেবারেই ফর্মে নেই দলের একনম্বর ফুটবলার জেভিয়ার হার্নান্দেজ। 'চিচারিতো'র অফ-ফর্ম যথেষ্ট চিন্তায় রেখেছে মেক্সিকো কোচকে। পর্তুগালের বিরুদ্ধে ম্যাচটিতে শুরু থেকে খেলানো হয়নি হার্নান্দেজকে।
লড়াই করেও পর্তুগীজদের বিরুদ্ধে ইঞ্জুরি টাইমের গোলে হারতে হয় মেক্সিকোকে। প্রস্তুতি ম্যাচে খারাপ ফর্ম চিন্তায় রাখলেও মেক্সিকো কোচ মিগুয়েল হেরেরা মনে করেন বিশ্বকাপ শুরু হলে অন্যরকম খেলা হবে। এবং তারা যে কোয়ার্টার ফাইনালকে লক্ষ্য করে এগোচ্ছেন, সেই লক্ষ্যে পৌঁছনোটাও অসম্ভব কিছু নয়।
হেরেরা বলেন, 'দলের ফুটবলাররা বিশ্বকাপে বড় কিছু করে দেখানোর ক্ষমতা রাখে। কিন্তু ম্যাচে নেমে অ্যাটাক করার সঙ্গে আমাদের গোলের সুযোগগুলিকেও কাজে লাগাতে হবে।'