'ব্রাজিল বিশ্বকাপ জিতবে' এই ভবিষ্যদ্বাণী করেছে 'জিকো' নামের একটি শামুক। গত বিশ্বকাপে 'স্পেন বিশ্বকাপ জিতবে' এমন ইঙ্গিত দিয়ে তারকা বনে গিয়েছিলো অক্টোপাস 'পল'।
এবারও বিভিন্ন প্রাণী দিয়ে ভবিষ্যদ্বাণী করানোর হিড়িক পড়ে গেছে। দিন কয়েক আগে 'নেলি' নামের এক হাতি ব্রাজিল বিশ্বকাপ জিতবে বলে ভবিষ্যৎ ইঙ্গিত দিয়েছে। এবার বিশ্বকাপের শিরোপা নিয়ে ভবিষ্যৎ ইঙ্গিত করলো খোলা মাঠের মধ্যে বিভিন্ন দেশের নাম লেখা কাগজ গোল করে রেখে শামুকটিতে ঠিক মধ্যখানে ছেড়ে দেওয়া হয়ছিলো।
শামুকটি সরাসরি 'ব্রাজিল' লেখা কাগজটির ওপর গিয়ে দাঁড়ায়। শামুকটিকে পরীক্ষা করার জন্য ভিন্ন পন্থা অবলম্বন করা হয়। বিভিন্ন দেশের নাম একই জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখে তাকে বাইরে ছেড়ে দিয়ে কাগজের দিকে মুখ করে দেয়া হয়। এবারও সব কাগজের ভিড়ের মধ্যে শামুকটি 'ব্রাজিল' লিখিত কাগজের ওপর গিয়ে দাঁড়ায়। অক্টোপাস 'পল'-এর মতো 'জিকো'ও বিখ্যাত হয়ে যায় কিনা সেটাই এখন দেখার বিষয়।