যখন যে দল ক্ষমতায় থাকে তখন সে দলের ছাত্র সংগঠনগুলো সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে ছাত্র রাজনীতিকে কলুষিত করছে বলে মন্তব্য করেছেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্লোগানকন্যা লাকী আকতার। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ছাত্র রাজনীতি আগের অবস্থানে নেই। ছাত্র সংসদ কার্যকর না থাকায় ছাত্র রাজনীতিতে সংকট বিরাজ করছে। জাতীয় রাজনীতি আজ ব্যবসায়ীদের কবলে। এখন টাকা থাকলেই যে কেউ রাজনীতি করতে পারছে। ফলে কলুষিত হচ্ছে আমাদের জাতীয় রাজনীতি। অথচ ছাত্র রাজনীতি যদি যথাযথ ধারায় প্রবাহিত হতো তাহলে রাজনীতিতে ব্যবসায়ীদের দৌরাত্দ্য থাকত না। তিনি বলেন, ছাত্র রাজনীতিতে সন্ত্রাস, চাঁদাবাজি বলতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের অপকর্মকে বোঝায়। যখন যে দল ক্ষমতায় থাকে সে দলের ছাত্র সংগঠন ক্ষমতার দাপট দেখিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি করে। প্রতিপক্ষের ওপর হামলা, আধিপত্য বিস্তার নিয়ে নিজেরা নিজেরা মারামারি করে। আজ ছাত্র রাজনীতি বলতে মানুষের চোখে ভেসে ওঠে সন্ত্রাস। এতে ঐতিহ্য হারাচ্ছে ছাত্র রাজনীতি।
ছাত্র সংসদ কার্যকর থাকলে ছাত্র রাজনীতির নামে কেউ অবৈধ কাজ করে রক্ষা পেত না। ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে অছাত্র, টেন্ডারবাজ, চাঁদাবাজদের স্থান হতো না। ছাত্র রাজনীতির এ সংকট থেকে উত্তরণের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ছাত্র সংগঠনগুলো সন্ত্রাসী ও অছাত্রদের কবল থেকে মুক্ত করতে হবে। ছাত্রদের অধিকার নিয়ে কাজ করতে হবে ছাত্রনেতাদের।