শিরোনাম
- রোম সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা
- চট্টগ্রামে শিক্ষা ও স্বাস্থ্যখাতে কানাডার সহযোগিতা চাইলেন মেয়র
- চট্টগ্রামে ইয়াবা মামলায় সাজা: পাঁচ বছর কারাদণ্ড
- চট্টগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত
- সততার সাহস : ভুল স্বীকারের মর্যাদা
- লক্ষ্মীপুরে মাদ্রাসার ছাত্র অপহরণ, পাঁচ দিনেও মেলেনি খোঁজ
- কুয়াকাটায় শৈবাল চাষ নিয়ে কর্মশালা
- ২০০ রানে হেরে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ
- মালয়েশিয়ায় ভূমিধসে প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের
- টাইমের প্রচ্ছদে নিজের চুল ‘গায়েব’ দেখে ক্ষুব্ধ ট্রাম্প
- মিরপুরে অগ্নিকাণ্ড: নিহত ১৬ জনের মরদেহ ঢামেক মর্গে
- হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রয়োজন ২৯৪
- থাইল্যান্ডে মাদকসহ চার ইসরায়েলি সেনা গ্রেফতার
- অগ্নিদুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুতে তারেক রহমানের শোক
- অক্টোবরের ১৩ দিনে এলো ১২৭ কোটি ডলার রেমিট্যান্স
- মিসরে গাজা শান্তি সম্মেলন: দুই প্রেসিডেন্টের গোপন আলাপ ফাঁস
- মিরপুরে অগ্নিকাণ্ড : আলামত সংগ্রহ করছে সিআইডি
- মেক্সিকোর অর্ধশতাধিক রাজনীতিকের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
- গাজার সব সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জাতিসংঘ ও রেড ক্রসের
- ৪৫ ফিলিস্তিনির মরদেহ পাঠাল ইসরায়েল
প্রয়োজন আস্থার রাজনীতি : মিন্টু
অনলাইন ভার্সন

দেশের বর্তমান পরিস্থিতিতে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আস্থার রাজনীতি না ফিরলে বিনিয়োগ কোনোভাবেই হবে না বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু। আস্থার রাজনীতিতে ফিরলেই বিনিয়োগ হবে উল্লেখ করে তিনি বলেন, গ্যাস-বিদ্যুৎ-জমিসহ প্রয়োজনীয় অবকাঠামো চাইলেই পাওয়া যাচ্ছে না। এর অভাবে বিনিয়োগ হয় না। অনুৎপাদনশীল খাতে নামমাত্র বিনিয়োগ হলেও উৎপাদনশীল খাতে বিনিয়োগ নেই। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে গতকাল আলাপকালে আবদুল আউয়াল মিন্টু বলেন, সরকারকে সংলাপের মাধ্যমে ভালো নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অতিসত্বর সব দলের সঙ্গে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। তবেই অর্থনীতি এগিয়ে যাওয়ার মতো সহায়ক পরিবেশ তৈরি হবে। দেশি-বিদেশি ব্যবসায়ীরা যাতে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন, সে পরিবেশ সরকারকেই তৈরি করতে হবে। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, যেসব দেশের অর্থনৈতিক উন্নয়ন বেসরকারি খাতের মাধ্যমে হয়, সেগুলোয় ব্যবসায়ীদের সঙ্গে সরকারের সম্পর্ক বেশ ভালো। বাংলাদেশেও এমনটা হওয়া উচিত। তবে বাংলাদেশে সমস্যা হলো, এখানে পুরো জাতি বিভক্ত। সবখানে বিভক্তি রেখে অর্থনীতি এগিয়ে নেওয়া কষ্টকর। তাই অর্থনীতি এগিয়ে নিতে পদক্ষেপ নিতে হবে সরকারকেই। বেসরকারি বা ব্যক্তি খাতে উৎসাহ প্রদান প্রসঙ্গে দেশের শীর্ষ এই ব্যবসায়ী নেতা বলেন, বেসরকারি খাতকে উৎসাহ-উদ্দীপনা দেওয়ার জন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। বাজেটে দু-একটা খাত রাজস্ব সুবিধায় উপকারভোগী হতে পারে। কিন্তু সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি আনতে দরকার ভালো মুদ্রানীতি। এ নীতিতে অবশ্যই ব্যাংক-ঋণের সুদের হার কমিয়ে আনতে হবে।
বিনিয়োগের জন্য ঋণের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি এমন ভালো রাজস্ব-নীতি থাকতে হবে, যাতে ব্যাংক থেকে সরকারকে ঋণ কম নিতে হয়। আবার ঋণ নিলেও তা যেন বিনিয়োগবান্ধব ও উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়।
আবদুল আউয়াল মিন্টু বলেন, বর্তমানে দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজ স্থিতিশীল এ কথা বলা যাবে না। আসলে সমাজ ভয়ে ভীত। একটা সমাজকে ভীতিকর অবস্থায় রেখে, অস্থিতিশীল রেখে দেশ, অর্থনীতি, সমাজ সামনের দিকে গতি সঞ্চার করবে না। এ অবস্থায় যত ভালো বাজেট প্রণয়ন করা হোক না কেন, আগে স্থিতিশীল ও উন্নয়নের সে াতধারামুখী সুষ্ঠু প্রগতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর