বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, দেশের বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির বিপরীতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা হবে। এ শক্তিই হবে গণতন্ত্র রক্ষা এবং জনগণের নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার একমাত্র পথ। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্রের বদলে স্বৈরতন্ত্র ও লুটপাটতন্ত্র চলছে। জনগণের জীবনের নিরাপত্তা নেই। গণতান্ত্রিক মৌলিক অধিকার দিন দিন লুণ্ঠিত হচ্ছে, যে কারণে দেশের মানুষ আতঙ্কে দিনাতিপাত করছে। প্রধান বুর্জোয়া দুই দল একটির বিনাশকে আরেকটির বিকাশের শর্ত বলে ধরে নিয়েছে। সে কারণে জনগণ এ অবস্থার অবসান ও পরিবর্তন চায়। আমরা স্বাধীনতার পক্ষের শক্তিকে সঙ্গে নিয়ে বিকল্প জোট গঠন করার উদ্যোগ নিয়েছি। প্রাথমিকভাবে এ জোটে পাঁচটি দল অংশ নেবে। এর মধ্যে রয়েছে গণফোরাম, সিপিবি, বাসদ, নাগরিক ঐক্য ও জেএসডি।’ সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে খালেকুজ্জামান আরও বলেন, ‘আইনজীবী, সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে তাদের মতামতের ভিত্তিতে আমরা জোট গঠন করব। আশা করি এ জোট গঠনে জনগণের সাড়া পাব।’ খালেকুজ্জামান বলেন, ‘আমরা পাঁচ দলের পক্ষ থেকে একটি খসড়া বক্তব্য নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আশা কবি বিকল্প শক্তি গড়ে তুলতে সক্ষম হব। আমাদের এ উদ্যোগ সফলতা লাভ করবে। এ উদ্যোগে সরকার বাধা দিলে বা দমন-পীড়ন চালালে তা উপেক্ষা করেই সামনের দিকে এগিয়ে যাব।’ প্রবীণ এই রাজনীতিক বলেন, ‘দেশ স্বাধীন করেছি দমন-পীড়নের মধ্য দিয়ে। পিছপা হইনি, এখনো দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে পিছপা হব না। সরকার আমাদের কাজে বাধা দিলে বা দমন-পীড়ন চালালে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করা হবে।’ জানা গেছে, ছাত্রলীগের সাবেক নেতা ও বাম-প্রগতিশীলদের নিয়ে নতুন জোট করতে যাচ্ছেন এক সময়ের আওয়ামী লীগ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে বুধবার দুপুরে জোটের প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকেই জোট গঠনে কোন কোন দলের সঙ্গে যোগাযোগ করা হবে এবং জোটের রূপরেখা কী হবে তা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া জোটের রূপরেখা প্রণয়ন এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ জাফর, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, গণফোরামের কেন্দ্রীয় নেতা আ ও ম শফিকউল্লাহ ও নাগরিক ঐক্যের নেতা আবদুল কাদের। বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ প্রমুখ।
শিরোনাম
- রোম সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা
- চট্টগ্রামে শিক্ষা ও স্বাস্থ্যখাতে কানাডার সহযোগিতা চাইলেন মেয়র
- চট্টগ্রামে ইয়াবা মামলায় সাজা: পাঁচ বছর কারাদণ্ড
- চট্টগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত
- সততার সাহস : ভুল স্বীকারের মর্যাদা
- লক্ষ্মীপুরে মাদ্রাসার ছাত্র অপহরণ, পাঁচ দিনেও মেলেনি খোঁজ
- কুয়াকাটায় শৈবাল চাষ নিয়ে কর্মশালা
- ২০০ রানে হেরে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ
- মালয়েশিয়ায় ভূমিধসে প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের
- টাইমের প্রচ্ছদে নিজের চুল ‘গায়েব’ দেখে ক্ষুব্ধ ট্রাম্প
- মিরপুরে অগ্নিকাণ্ড: নিহত ১৬ জনের মরদেহ ঢামেক মর্গে
- হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রয়োজন ২৯৪
- থাইল্যান্ডে মাদকসহ চার ইসরায়েলি সেনা গ্রেফতার
- অগ্নিদুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুতে তারেক রহমানের শোক
- অক্টোবরের ১৩ দিনে এলো ১২৭ কোটি ডলার রেমিট্যান্স
- মিসরে গাজা শান্তি সম্মেলন: দুই প্রেসিডেন্টের গোপন আলাপ ফাঁস
- মিরপুরে অগ্নিকাণ্ড : আলামত সংগ্রহ করছে সিআইডি
- মেক্সিকোর অর্ধশতাধিক রাজনীতিকের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
- গাজার সব সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জাতিসংঘ ও রেড ক্রসের
- ৪৫ ফিলিস্তিনির মরদেহ পাঠাল ইসরায়েল
বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা হবে : খালেকুজ্জামান
বাদল নূর
অনলাইন ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর