বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, দেশের বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির বিপরীতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা হবে। এ শক্তিই হবে গণতন্ত্র রক্ষা এবং জনগণের নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার একমাত্র পথ। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্রের বদলে স্বৈরতন্ত্র ও লুটপাটতন্ত্র চলছে। জনগণের জীবনের নিরাপত্তা নেই। গণতান্ত্রিক মৌলিক অধিকার দিন দিন লুণ্ঠিত হচ্ছে, যে কারণে দেশের মানুষ আতঙ্কে দিনাতিপাত করছে। প্রধান বুর্জোয়া দুই দল একটির বিনাশকে আরেকটির বিকাশের শর্ত বলে ধরে নিয়েছে। সে কারণে জনগণ এ অবস্থার অবসান ও পরিবর্তন চায়। আমরা স্বাধীনতার পক্ষের শক্তিকে সঙ্গে নিয়ে বিকল্প জোট গঠন করার উদ্যোগ নিয়েছি। প্রাথমিকভাবে এ জোটে পাঁচটি দল অংশ নেবে। এর মধ্যে রয়েছে গণফোরাম, সিপিবি, বাসদ, নাগরিক ঐক্য ও জেএসডি।’ সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে খালেকুজ্জামান আরও বলেন, ‘আইনজীবী, সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে তাদের মতামতের ভিত্তিতে আমরা জোট গঠন করব। আশা করি এ জোট গঠনে জনগণের সাড়া পাব।’ খালেকুজ্জামান বলেন, ‘আমরা পাঁচ দলের পক্ষ থেকে একটি খসড়া বক্তব্য নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আশা কবি বিকল্প শক্তি গড়ে তুলতে সক্ষম হব। আমাদের এ উদ্যোগ সফলতা লাভ করবে। এ উদ্যোগে সরকার বাধা দিলে বা দমন-পীড়ন চালালে তা উপেক্ষা করেই সামনের দিকে এগিয়ে যাব।’ প্রবীণ এই রাজনীতিক বলেন, ‘দেশ স্বাধীন করেছি দমন-পীড়নের মধ্য দিয়ে। পিছপা হইনি, এখনো দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে পিছপা হব না। সরকার আমাদের কাজে বাধা দিলে বা দমন-পীড়ন চালালে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করা হবে।’ জানা গেছে, ছাত্রলীগের সাবেক নেতা ও বাম-প্রগতিশীলদের নিয়ে নতুন জোট করতে যাচ্ছেন এক সময়ের আওয়ামী লীগ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে বুধবার দুপুরে জোটের প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকেই জোট গঠনে কোন কোন দলের সঙ্গে যোগাযোগ করা হবে এবং জোটের রূপরেখা কী হবে তা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া জোটের রূপরেখা প্রণয়ন এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ জাফর, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, গণফোরামের কেন্দ্রীয় নেতা আ ও ম শফিকউল্লাহ ও নাগরিক ঐক্যের নেতা আবদুল কাদের। বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ প্রমুখ।
শিরোনাম
- ইসরায়েলের জন্য নিজেদের আকাশসীমা ও বন্দর নিষিদ্ধ করল তুরস্ক
- ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষে আহত ২০
- মার্কিন ভিসা নিষেধাজ্ঞার মুখে ফিলিস্তিনের প্রেসিডেন্ট
- পুলিশের পোশাক পরে ডাকাতি, আটক ২
- আফগানিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের
- কমলা হ্যারিসের নিরাপত্তা সুবিধা বাতিল করলেন ট্রাম্প
- শনিবার সারা দেশে বিক্ষোভ করবে গণঅধিকার পরিষদ, ঢাকায় সমাবেশ
- নুরের ওপর হামলার ঘটনা তদন্ত করা হবে : প্রেস সচিব
- নির্বাচনের অপেক্ষায় ১৮ কোটি মানুষ
- গুম বন্ধে আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী আইন করবে বিএনপি : তারেক রহমান
- রাকসু ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান
- বিএনপি ছাড়া কিছু রাজনৈতিক দল চাইছে নির্বাচন পেছাতে : রুমিন ফারহানা
- গোবিন্দগঞ্জে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০
- জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
- চট্টগ্রামের উন্নয়নে সিটির সীমানা বৃদ্ধি প্রয়োজন : মেয়র শাহাদাত
- ভারত চ্যাম্পিয়ন, সাফ শিরোপা স্বপ্নভঙ্গ বাংলাদেশের
- কলমাকান্দায় জব্দ দুই নৌকার বালু ফেলা হলো বিলে, কৃষকদের ক্ষোভ
- বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
- জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ
- চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা হবে : খালেকুজ্জামান
বাদল নূর
অনলাইন ভার্সন

এই বিভাগের আরও খবর