বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, দেশের বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির বিপরীতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা হবে। এ শক্তিই হবে গণতন্ত্র রক্ষা এবং জনগণের নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার একমাত্র পথ। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্রের বদলে স্বৈরতন্ত্র ও লুটপাটতন্ত্র চলছে। জনগণের জীবনের নিরাপত্তা নেই। গণতান্ত্রিক মৌলিক অধিকার দিন দিন লুণ্ঠিত হচ্ছে, যে কারণে দেশের মানুষ আতঙ্কে দিনাতিপাত করছে। প্রধান বুর্জোয়া দুই দল একটির বিনাশকে আরেকটির বিকাশের শর্ত বলে ধরে নিয়েছে। সে কারণে জনগণ এ অবস্থার অবসান ও পরিবর্তন চায়। আমরা স্বাধীনতার পক্ষের শক্তিকে সঙ্গে নিয়ে বিকল্প জোট গঠন করার উদ্যোগ নিয়েছি। প্রাথমিকভাবে এ জোটে পাঁচটি দল অংশ নেবে। এর মধ্যে রয়েছে গণফোরাম, সিপিবি, বাসদ, নাগরিক ঐক্য ও জেএসডি।’ সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে খালেকুজ্জামান আরও বলেন, ‘আইনজীবী, সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে তাদের মতামতের ভিত্তিতে আমরা জোট গঠন করব। আশা করি এ জোট গঠনে জনগণের সাড়া পাব।’ খালেকুজ্জামান বলেন, ‘আমরা পাঁচ দলের পক্ষ থেকে একটি খসড়া বক্তব্য নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আশা কবি বিকল্প শক্তি গড়ে তুলতে সক্ষম হব। আমাদের এ উদ্যোগ সফলতা লাভ করবে। এ উদ্যোগে সরকার বাধা দিলে বা দমন-পীড়ন চালালে তা উপেক্ষা করেই সামনের দিকে এগিয়ে যাব।’ প্রবীণ এই রাজনীতিক বলেন, ‘দেশ স্বাধীন করেছি দমন-পীড়নের মধ্য দিয়ে। পিছপা হইনি, এখনো দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে পিছপা হব না। সরকার আমাদের কাজে বাধা দিলে বা দমন-পীড়ন চালালে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করা হবে।’ জানা গেছে, ছাত্রলীগের সাবেক নেতা ও বাম-প্রগতিশীলদের নিয়ে নতুন জোট করতে যাচ্ছেন এক সময়ের আওয়ামী লীগ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে বুধবার দুপুরে জোটের প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকেই জোট গঠনে কোন কোন দলের সঙ্গে যোগাযোগ করা হবে এবং জোটের রূপরেখা কী হবে তা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া জোটের রূপরেখা প্রণয়ন এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ জাফর, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, গণফোরামের কেন্দ্রীয় নেতা আ ও ম শফিকউল্লাহ ও নাগরিক ঐক্যের নেতা আবদুল কাদের। বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ প্রমুখ।
শিরোনাম
- শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার : শিমুল বিশ্বাস
- লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৭ বাংলাদেশি
- চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা হবে : খালেকুজ্জামান
বাদল নূর
অনলাইন ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
৮ মিনিট আগে | জাতীয়

সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীতে আইনজীবীদের বিক্ষোভ
২৭ মিনিট আগে | দেশগ্রাম

গোবিপ্রবির এএসভিএম বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
১ ঘণ্টা আগে | দেশগ্রাম