প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরকারের প্রতিটি দফতরে চিঠি লিখে জানিয়ে দেওয়া হলো, ‘সতর্ক থাকুন!’ বিশেষ এই সতর্কতামূলক চিঠি লেখার উদ্দেশ্য হচ্ছে, প্রশাসনের কর্মকর্তাদের প্রতারকচক্র থেকে সাবধান করে দেওয়া, যারা প্রধানমন্ত্রী বা তার অফিসের কোনো কর্মকর্তার নাম ভাঙিয়ে, সই-সিল নকল করে বিভিন্ন ধরনের দেন-দরবার ও তদবিরে জড়িত।
মন্ত্রণালয়গুলোর বিভিন্ন শাখায় ওই চিঠিটি পাঠানো হয় ২১ সেপ্টেম্বর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর সইকৃত ওই চিঠিতে বলা হয়, ‘এ কার্যালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর নকল করে অথবা ফোনে এ কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে কিছুসংখ্যক লোক বিভিন্ন দফতরে নানা প্রকার অবৈধ তদবির করছে বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হলো, এবং সংশ্লিষ্ট ফোনকারীর পরিচিতি নিশ্চিত হয়ে বিধিসম্মতভাবে বিষয়গুলো নিষ্পত্তির পরামর্শ দেওয়া হলো।’ চিঠিতে স্বাক্ষরকারী কর্মকর্তার ফোন নম্বর দিয়ে এ ব্যাপারে তথ্য যাচাই ও প্রয়োজনীয় সহায়তা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। জানা গেছে, সাম্প্রতিক সময়ে চাকরিতে নিয়োগ, সুবিধাজনক স্থানে বদলি, শিক্ষা-প্রতিষ্ঠান এমপিওভুক্তিসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙানো হচ্ছে। এমনকি বিদেশ ভ্রমণ, খাসজমি দখল, সরকারি সম্পত্তি করায়ত্ত করা, ব্যাংক ঋণের সুদ মওকুফ, স্থগিতকরণ, জামানত পরিবর্তনসহ বিভিন্ন ধরনের দেন-দরবারেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সই নকল করে প্রতারণার অভিযোগ উঠেছে। সচিবালয়ে বা সচিবালয়ের বাইরে সরকারের বিভিন্ন দফতরে কর্মরত একশ্রেণির কর্মচারী এ ধরনের প্রতারণায় সহযোগিতা করছেন বলেও অভিযোগ রয়েছে। সূত্র জানায়, মে মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্যাড ব্যবহার করে তারই সফরসঙ্গী হয়ে জাপান যাওয়ার চেষ্টা করে চার প্রতারক। এ জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফর-সংশ্লিষ্ট এক কর্মকর্তার সিল-সই জাল করে ভুয়া সরকারি আদেশ (জি-ও) বের করেছিল ওই চক্রটি। এমনকি ভিসার জন্য পররাষ্ট্র দফতরের নোট ভারবালও সংগ্রহ করার জোর চেষ্টা ছিল তাদের। তবে পেশাদার কূটনীতিকদের সতর্কতা ও কর্ম-কৌশলে নোট ভারবাল ইস্যু হওয়ার আগেই জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। সম্প্রতি জাতীয় সংসদ ভবন-সংলগ্ন এমপি হোস্টেলে অফিস খুলে তদবির ও প্রতারণার অভিযোগে মাহমুদুল হাসান ওরফে মনির হোসেনসহ চারজনকে গ্রেফতার করা হয়। এদের সহায়তাকারী হিসেবে এমপি হোস্টেল শাখার প্রশাসনিক কর্মকর্তা সুজিত কুমার দে এবং হোস্টেলের তত্ত্বাবধায়ক সালাহউদ্দিনকেও গ্রেফতার করে পুলিশ। অভিযোগ রয়েছে, মাহমুদুল হাসান সংরক্ষিত এলাকায় অবস্থান করে নানা অপরাধমূলক কাজ করছিলেন। তিনি নিজেকে কখনো সেনাবাহিনীর মেজর, কখনো ডিজিএফআইর কর্মকর্তা, কখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার, আবার কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করতেন। এর আগে পদ্মা সেতুর কাজে লোক নিয়োগ দেওয়ার নামেও একটি চক্র প্রধানমন্ত্রীর কার্যালয় ও যোগাযোগ (বর্তমানে সড়ক পরিবহন ও সেতু বিভাগ) মন্ত্রণালয়ের নাম ভাঙিয়ে দেশের মানুষকে প্রতারিত করে। ওই চক্রটি ভুয়া নিয়োগপত্র তৈরি করে চাকরি দেওয়ার নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতুতে তার মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় তথা সরকারের পক্ষ থেকে কোনো লোক নিয়োগ হচ্ছে না বলে সবাইকে সতর্ক করে দেন।
শিরোনাম
- ইসরায়েলের জন্য নিজেদের আকাশসীমা ও বন্দর নিষিদ্ধ করল তুরস্ক
- ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষে আহত ২০
- মার্কিন ভিসা নিষেধাজ্ঞার মুখে ফিলিস্তিনের প্রেসিডেন্ট
- পুলিশের পোশাক পরে ডাকাতি, আটক ২
- আফগানিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের
- কমলা হ্যারিসের নিরাপত্তা সুবিধা বাতিল করলেন ট্রাম্প
- শনিবার সারা দেশে বিক্ষোভ করবে গণঅধিকার পরিষদ, ঢাকায় সমাবেশ
- নুরের ওপর হামলার ঘটনা তদন্ত করা হবে : প্রেস সচিব
- নির্বাচনের অপেক্ষায় ১৮ কোটি মানুষ
- গুম বন্ধে আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী আইন করবে বিএনপি : তারেক রহমান
- রাকসু ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান
- বিএনপি ছাড়া কিছু রাজনৈতিক দল চাইছে নির্বাচন পেছাতে : রুমিন ফারহানা
- গোবিন্দগঞ্জে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০
- জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
- চট্টগ্রামের উন্নয়নে সিটির সীমানা বৃদ্ধি প্রয়োজন : মেয়র শাহাদাত
- ভারত চ্যাম্পিয়ন, সাফ শিরোপা স্বপ্নভঙ্গ বাংলাদেশের
- কলমাকান্দায় জব্দ দুই নৌকার বালু ফেলা হলো বিলে, কৃষকদের ক্ষোভ
- বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
- জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ
- চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
প্রধানমন্ত্রীর কার্যালয় বলল, সতর্ক থাকুন!
রুকনুজ্জামান অঞ্জন
অনলাইন ভার্সন

এই বিভাগের আরও খবর