১২ জানুয়ারি, ২০২০ ১৮:১৩

আওয়ামী লীগ আমল এবং ‘সিটি কর্পোরেশন’ নির্বাচন

মোহাম্মদ এ. আরাফাত

আওয়ামী লীগ আমল এবং ‘সিটি কর্পোরেশন’ নির্বাচন

মোহাম্মদ এ. আরাফাত

আসুন আমরা আওয়ামী লীগ আমলের গত ১১ বছরে পুরো বাংলাদেশের শুধুমাত্র ‘সিটি কর্পোরেশন’ নির্বাচনের ফলাফলটাই একটু পর্যালোচনা করে দেখি।  

সবমিলে মোট ‘সিটি কর্পোরেশন’ নির্বাচন হয়েছে ১৭টি। এর মধ্যে ১টি উপ-নির্বাচন যেখানে বিএনপি অংশগ্রহণ করেনি। উপ-নির্বাচনটি বাদ দিলে মোট নির্বাচনের সংখ্যা ১৬টি। এই ১৬টি নির্বাচনের মধ্যে ৭টি-তে আওয়ামী লীগ জিতেছে, ৭টি-তে বিএনপি জিতেছে এবং ২টি-তে অন্যান্য। 

তাহলে আওয়ামী লীগ আমলে শুধু ‘সিটি কর্পোরেশন’ নির্বাচনের পরিসংখ্যান নিলে দেখা যাচ্ছে, বিএনপি এবং আওয়ামী লীগের জয় এবং পরাজয় সমান-সমান। 

তাহলে যে, বিএনপি দলীয় প্রার্থীরা আওয়ামী লীগ সরকারের আমলে কোনো সুষ্ঠু নির্বাচন হয় না বলে দাবি করছেন-এর কোনো ভিত্তি আছে?

তাদের ভাষায়, সুষ্ঠু নির্বাচন হলে কি তাহলে বিএনপি সবগুলোতেই জিতে যেত? আওয়ামী লীগ কি তাহলে বানের জলে ভেসে এসেছে??

বিএনপির মেয়র প্রার্থীদের বলবো নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক তৈরি না করে নির্বাচন প্রক্রিয়াকে সুসংহত করার অংশ হিসেবে মিথ্যা বলা থেকে বিরত থাকুন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর