শিরোনাম
প্রকাশ: ১৭:৪৭, বুধবার, ৩০ জুন, ২০২১ আপডেট:

আমার বাবা জননেতা মরহুম জহুর আহম্মদ চৌধুরী স্মরণে

হেলাল উদ্দিন চৌধুরী (তুফান)
অনলাইন ভার্সন
আমার বাবা জননেতা মরহুম জহুর আহম্মদ চৌধুরী স্মরণে

১ জুলাই আমার পিতা মরহুম জহুর আহম্মদ চৌধুরীর ৪৬তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৪ সালের ১ জুলাই ঢাকা পিজি হাসপাতালে ৬৯ বছরে পরলোকগমন করেন। 
আমার বয়স যখন ১৪ বছর তখন আমার পিতার মৃত্যু হয়। এ কিশোর বয়সে আমার শিশু ও কৈশোর থেকে কিশোর বয়সে পিতার কর্মকাণ্ডের অনেক স্মৃতি ও ইতিহাস সম্পর্কে আমার ক্ষুদ্র পরিসীমায় লেখার চেষ্টা করছি। 
মুুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ এবং পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতাদের একজন। সারা জীবন গণমানুষের জন্য কাজ করে গেছেন। আমার স্মৃতিতে আমি আমার পিতাকে একজন পুত্র হিসেবে খুব একটা কাছে পাইনি। জীবনে উনাকে কখনো পর পর সাত দিন দেখার সুযোগ হয়নি। ষাটের দশকে আমার জন্মের পর উনি ছয় দফা, ১১ দফা এবং স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়ে বার বার কারাবরণ করেছেন। পুত্র হিসেবে, আদর যত্ন পাওয়ার সুযোগ কখনো হয়নি। 
সারাজীবন ন্যায় নীতি ও সততার সঙ্গে নিজ পেশা রাজনীতিকে ধারণ করেছেন তিনি। রাজনীতির ব্যাখ্যায় রাজনীতি বলতে যা বুঝায় তিনি সেই আদর্শই ধারণ করতেন। আমার স্মৃতিতে কিছু ঘটনা আমার স্পষ্ট মনে আছে। 

৭ মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক বক্তব্যে ঘোষণা দিলেন- ২৮ তারিখে কর্মচারীদের বেতন পরিশোধ করার জন্য। আমার বাবা ঢাকার জনসভা থেকে ফিরে আসার পর আমার মরহুম মাতা বেগম ডা. নুরুন নাহার জহুর, আমার বাবাকে জিজ্ঞেস করলেন- বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন, কিন্তু ২৮ তারিখে যে সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দেওয়ার ঘোষণা দিয়েছেন তা কীভাবে বাস্তবায়ন হবে? সারা দেশতো এখন অচল! আমার মা তৎকালীন সরকারি চাকরিতে চট্টগ্রাম বিভাগীয় পরিবার পরিকল্পনা দফতর চট্টগ্রামের মেডিকেল অফিসারের দায়িত্বে ছিলেন। আমার মায়ের প্রশ্নের জবাব দেওয়ার জন্য তিনি বঙ্গবন্ধুকে ফোন দিলেন। তিনি চট্টগ্রামের বাংলাদেশ ব্যাংকের পরিচালককে ডেকে ব্যবস্থা নিতে বলেন। এবং প্রত্যেক সরকারি অফিসে বেতন পাঠানোর জন্য শহর আওয়ামী লীগের সভাপতির সিল ও স্বাক্ষরসংবলিত একটি কাগজ বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামে পাঠিয়ে বেতন প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করেন। এবং বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম আমার পিতা জহুর আহম্মদ চৌধুরীর আদেশ অনুযায়ী বেতনের টাকা পাঠানোর ব্যবস্থা করেন। এবং ১৯৭১ সালের ৭ মার্চের পর সারা বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক নিষ্ঠা ও সততার সঙ্গে প্রশাসন পরিচালিত হয়। 
৭০ সালের নির্বাচনের পর সারা দেশে তুমুল আন্দোলনে উত্তপ্ত চট্টগ্রামসহ সারা বাংলাদেশ। শহর আওয়ামী লীগের প্রতিদিনের কর্মসূচি পালনের জন্য তৎকালীন কিছু অবাঙালি ব্যবসায়ী আমার বাবার কাছে অর্থ সাহায্য দিতে আমাদের দামপাড়া বাসায় আসে। আমার বাবা ওইসব ব্যবসায়ীকে রাস্তায় বাড়ির বাইরে অপেক্ষা করতে বলেন। বাসায় দলীয় কর্মীদের সঙ্গে কাজ শেষ করে বাইরে গিয়ে ওই ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন। সবাই চট্টগ্রাম শহরের জুবলি রোডের অবাঙালি বোররা কমিউনিটির ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতা। এখনো ওইসব ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান জুবলি রোডে চালু আছে। উনারা বাবার হাতে আন্দোলনের জন্য অর্থ সহযোগিতা করেন এবং আন্দোলনে উনাদের সমর্থন ব্যক্ত করেন। পরে ওইসব ব্যবসায়ী চলে যাওয়ার পর আওয়ামী লীগের এক কর্মী আমার বাবাকে জিজ্ঞাসা করেন, উনাদের বাসার ভিতরে ডাকা হয়নি কেন! চা খাওয়ানো হয়নি কেন!? আমার বাবা জবাবে বলেন, ‘যার কাজ যেটা, তাকে মানায় সে কাজে’ অর্থাৎ আমি রাজনীতিবিদ উনারা ব্যবসায়ী আমার সঙ্গে উনাদের সম্পর্ক সীমিত, আমি ব্যবসায়ী না। ব্যবসায়ীরা বিচার বিবেচনা করে আমাদের আন্দোলন সফল করার জন্য অর্থ সাহায্য দিচ্ছে, আমরা সাফল্য অর্জন করলে দেশ পরিচালনায় ব্যবসায়ীদের সরকারি নীতিমালা অনুযায়ী সাহায্য সহযোগিতা করব, এর বেশি নয়। যত বড় ব্যবসায়ী হোক সে যেই হোক যত অর্থ সাহায্য করুক তাকে তার অবস্থান থেকে করতে হবে। কোনো ব্যক্তিস্বার্থ অর্জন বা দলের পদে শেয়ার দেওয়ার জন্য ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক নয়। আমি নেতা হিসেবে চট্টগ্রামে সব ব্যবসায়ী ও শিল্পপতিকে তাদের অসুবিধা বা কষ্টের সময় সাহায্য করে যাচ্ছি। এবং ভবিষ্যতে এদেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য করে যাব। তবে ব্যবসায়ী ব্যবসা করবে রাজনীতিবিদ রাজনীতি করবে। রাজনীতিতে বা দলে অর্থের বিনিময়ে কোনো পদ বা ছাড় নয়, এ ধরনের মনোভাব ও আদর্শ নিয়ে আমার বাবা এদেশে রাজনীতি করেছেন। আমি বর্তমান রাজনৈতিক পরিবেশ বা আদর্শ নিয়ে সমালোচনা করব না, কিন্তু আশা করব বাংলাদেশে আগামীতে রাজনীতিবিদদের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। ৬০-এর দশকে ছয় দফা, ১১ দফা এবং স্বাধীনতা আন্দোলনের সময় চট্টগ্রাম শহরে আওয়ামী লীগের সব কর্মসূচি, জনসভা এবং মিটিং মিছিলের সাফল্যের জন্য নেপথ্যে চট্টগ্রামের কয়েকজন ব্যবসায়ী ও কিছু অবাঙালি ব্যবসায়ী ও শিল্পপতির আর্থিক সহযোগিতা এ দেশের স্বাধীনতা আন্দোলনে চিরস্মরণীয় হয়ে থাকবে। 
বাঙালি ব্যবসায়ী ও শিল্পপতির মধ্যে অন্যতম মরহুম ইউসুফ মিয়া (বুলবুল ইউসুফ) মরাদের বাবা ইউসুফ টেক্সটাইলের মালিক এবং আগ্রাবাদের মরহুম সোলতান আহম্মদ (সোলতান মিয়া/কালা সোলতান) এ দুই ব্যবসায়ী বঙ্গবন্ধু এবং আমার বাবার খুবই কাছের লোক ছিলেন। দেশ বিভাগের আগে থেকেই মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অনুুসারী এ ব্যবসায়ীগণ চট্টগ্রাম আওয়ামী লীগের সঙ্গে সারা জীবন ছায়ার মতো সহযোগিতা করে গেছেন কোনো পদ বা পদবি ধারণ না করে। 
১৯৬৮ সালে বঙ্গবন্ধু জেলখানা থেকে আমার বাবাকে একটি পত্র লেখেন, উনার বড় মেয়ে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা নিতে। আমার বাবা পত্র পাওয়ার পর চট্টগ্রামের শ্রদ্ধেয় জননেতা মরহুম এম এ আজিজ, ইউসুফ মিয়া এবং সোলতান মিয়া আলোচনায় বসেন আমাদের দামপাড়া বাড়িতে। বিয়ের সব ব্যবস্থা ও আয়োজন করা হলে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা চট্টগ্রাম আসেন। তিনি আমার বাবা এবং মরহুম এম এ আজিজকে অনুরোধ করেন সাদামাটা বিয়ের আয়োজন করে জননেত্রী শেখ হাসিনার বিয়ে সম্পন্ন করার জন্য। জবাবে আমার বাবা চট্টগ্রামের ঐতিহ্য অনুযায়ী বিয়ের আয়োজন করা হবে বলে অবহিত করেন এবং ১৯৬৮ সালে শ্রদ্ধেয় মরহুম ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে বিয়ের আয়োজন করা হয়। চট্টগ্রাম শহরের তৎকালীন ‘রাইফেল ক্লাব’ (শহীদ মিনারের পাশে) বিয়ের অনুষ্ঠানে হাজারখানেক মেহমানের ব্যবস্থা করা হয়। এবং চট্টগ্রাম শহরের শাহাজান হোটেলে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা রাত যাপন করেন। চট্টগ্রামের প্রথা ও ঐতিহ্য অনুযায়ী জননেত্রী শেখ হাসিনা মরহুম ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার বিয়ে ১৯৬৮ সালে চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত হয়। 
ষাটের দশকে ছয় দফা, ১১ দফা আন্দোলনে চট্টগ্রাম আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি হরতাল, মিছিলের সাফল্য অর্জনের জন্য নেপথ্যে তৎকালীন কিছু অবাঙালি ব্যবসায়ী সব সময় আর্থিক সহযোগিতা করতেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন মরহুম বশির আহম্মদ, রমনা সিগারেট কোং এবং মরহুম এইচ আকবর আলী (বিএসআরএম) এর মালিক। রমনা সিগারেট কোং-এর অফিস ছিল টেরি বাজার গলি, নিজাম নামে একজন ম্যানেজার ছিলেন। আমার বাবা মিটিং-মিছিলের খরচের জন্য একটি ছোট কাগজে লিখে পাঠাতেন। আর ওনি মিটিংয়ের হল ভাড়া, খাওয়া, মাইকের বিল, ডেকোরেটর বিল পরিশোধ করতেন। লালদীঘি মাঠের জনসভার খরচ চালাতে আজিজ উদ্দিন লিমিটেড অর্থাৎ রমনা সিগারেট কোং-কে বুঝাতো। পাশাপাশি এইচ আকবর আলী দলের প্রয়োজনে সবসময় আর্থিকভাবে সহযোগিতা করতেন। আমি এ কথাগুলো প্রকাশ করছি এ জন্য যে তৎকালীন রাজনৈতিক কর্মসূচিতে বাংলাদেশ স্বাধীন তথা ছয় দফা ১১ দফা অসহযোগ আন্দোলনে ব্যবসায়ী ও শিল্পপতিরা আর্থিক সহযোগিতা করতেন। তবে বিনিময়ে পাওয়া বা নিজ স্বার্থে পদ-পদবির লোভে নয়। এবং তৎকালীন রাজনৈতিক পরিবেশে কোনো ব্যবসায়ী কখনো পদ-পদবি পাওয়ার বা লাভবান হওয়ার জন্য সাহস করত না। 
২৫ মার্চ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে চট্টগ্রামের বাংলাদেশ ব্যাংক থেকে ট্রাকে করে নগদ অর্থ আগরতলায় নিয়ে যাওয়া হয়। উক্ত অর্থ আগরতলায় আমার বাবার বিএলএফের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ওই কার্যালয়টি ছিল বাসা। আমি এবং আমার ভাই মরহুম কামরুদ্দিনকে ৭১-এর জুলাই মাসে চট্টগ্রাম আওয়ামী লীগ অফিসের পিয়ন মরহুম নুরুল হক সীমান্ত পাড়ি দিয়ে ভারতের আগরতলায় নিয়ে যায়। আমি রাতে ঘুমাতে গেলে দেখি বিছানাটা খুব শক্ত, ঘুমানো খুব অসম্ভব হয়ে গেল। সকালে আমি আমার বাবার পিএস আহাদকে জানালাম রাতে বিছানা শক্ত ও খসখস আওয়াজ হওয়ায় ঘুমাতে পারিনি। তখন উনি আমাকে বিছানার চাদর সরিয়ে যা দেখালেন তা অবিশ্বাস্য। পুরো বিছানাটি টাকা দিয়ে তৈরি এবং ওপরে পুরনো পেপার দ্বারা প্যাকেট করা। এ ধরনের চারটি বিছানা, সব টাকা আর টাকা, এ টাকা তৎকালীন ভারত সরকারের সহযোগিতায় কুয়েত থেকে বিনিময় করে বাংলাদেশের যুদ্ধ পরিচালনায় খরচ করা হয়। একজন নির্লোভ, ন্যায় ও আদর্শবান রাজনীতিবিদের সন্তান হয়ে গর্বে আমার বুক ভরে যায়। 
১৯৭২ সালে আমি তখন ঢাকায় এয়ারফোর্সের শাহীন স্কুলের ছাত্র, পঞ্চম শ্রেণিতে পড়ি। আমরা নিয়মিত স্কুলে আসা-যাওয়া করার জন্য বাবার পিএস জোহার গাড়িটি ব্যবহার করতাম। বাবা উনার সরকারি (Brand New Mercedes) গাড়িটি ব্যবহার করতে দিতেন না। যাই হোক একদিন জোহার গাড়িটি না আসায় আমরা সব ভাইবোন মিলে বাবার গাড়িটি নিয়ে স্কুলের উদ্দেশে রওয়ানা দিলাম। আমরা বাংলামোটর বরাবর আসতেই পেছন থেকে পুলিশের গাড়ির বাঁশি এবং তারা আমাদের থামার ইশারা দিচ্ছেন। পরে দেখলাম আমার বাবার নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ দল আমাদের পিছু নিয়েছে। ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে পুলিশের কাছে কারণ জানতে চাইলে পুলিশ বলে মন্ত্রীর গাড়ি দিয়ে স্কুল ডিউটি কেন? মন্ত্রী মহোদয় এখনই গাড়ি বাসায় নিয়ে যেতে আদেশ দিয়েছেন। আমরা সব ভাইবোন একথা শুনে একদিকে লজ্জা এবং অন্যদিকে ক্ষোভে মাথা নিচু করে গাড়ি থেকে সবাই নেমে হেঁটে স্কুলে গেলাম। রাতে খাওয়ার সময় বাবাকে আমাদের ক্ষোভের কথা জানালে উনি অতি সহজভাবে জবাব দিলেন- এটা তোমার বাবার গাড়ি নয়, সরকারি মন্ত্রীর গাড়ি, শুধু মন্ত্রীর ব্যবহারের জন্য, তোমাদের জন্য নয়। তখন আমরা প্রতিবাদ করে বললাম, আমরা কাল থেকে হেঁটে হেঁটে স্কুলে যাব। যদিও স্কুলের দূরত্ব প্রায় চার মাইল। যাই হোক মায়ের মধ্যস্থতায় আমরা আমাদের ক্ষোভ প্রত্যাহার করলাম এবং আগের মতো পিএস বা দফতরের গাড়ি নিয়ে স্কুলে যাতায়াত করতাম। 
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দামপাড়ার বাসা সম্পূর্ণ জ্বালিয়ে দেয়। আমাদের নিজ বাড়িতে থাকার কোনো ঘর ছিল না। আমরা চট্টগ্রামের থাকার জন্য বাড়িটি মেরামত বা নতুন বাড়ি তৈরি কোনোটিই পারব না। আমার মা উনার পৈতৃক সম্পত্তি বিক্রি করে আমাদের টিনের ঘর মেরামত করে থাকার ব্যবস্থা করেন। 
১৯৭৩ সালের ঘটনা। চট্টগ্রাম চেম্বার অব কমার্সের কিছু ব্যবসায়ী একদিন একটি গাড়ি (Brand New Mercedes, ১৯৭০ মডেলের) আমার বাবাকে উপহারস্বরূপ দেন ব্যক্তিগত ব্যবহারের জন্য। গাড়িটি গ্যারেজে দীর্ঘদিন পড়ে ছিল। আমরা ড্রাইভার কোরবান আলীকে অনুরোধ করে গাড়ির দরজা খুলে ভিতরে নতুন গাড়ির গন্ধ শুঁকতাম আর গিয়ার, স্টিয়ারিং নিয়ে নাড়াচাড়া করতাম, এতে খুব আনন্দ পেতাম। যাই হোক একদিন আমার মা ডা. নুরুন নাহার জহুর মহিলা সমিতির মিটিংয়ে যাওয়ার জন্য বের হলে বাসায় কোনো গাড়ি না থাকায় উনি একটি ট্যাক্সি ডেকে আনতে বলেন কোরবান আলীকে; কিন্তু ট্যাক্সি ডাকতে গেলে মার দেরি হতে পারে তাই সে গ্যারেজ থেকে (Brand New Mercedes Benz) গাড়িটি বের করে বেইলি রোডে মহিলা সমিতি অফিসে নামিয়ে দেওয়ার জন্য। আমি নতুন গাড়িতে ওঠার লোভ সামলাতে না পেরে গাড়িতে ওঠে গেলাম। তখন সময় বিকাল ৫টা। 
আমরা বের হওয়ার সময় আমার বাবা অফিস থেকে ঘরে ফিরছিলেন; উনার গাড়ি গেটে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে আমরা নতুন গাড়ি নিয়ে বের হলাম। আমাদের গাড়ি মিন্টো রোড পার হওয়ার আগেই পিএসের গাড়ি দ্রুতগতিতে এসে আমাদের থামালেন এবং বললেন এখনই গাড়ি বাসায় নিয়ে যাওয়ার জন্য মন্ত্রী মহোদয় আদেশ করেছেন। আমার মা অনেক রাগী মহিলা। উনি মহিলা সমিতির অফিসে পৌঁছে গাড়ি পাঠিয়ে দেন। বাসায় গাড়ি আসার আগে বাবা ঢাকার ডিসিকে ডেকে এনে হুকুম দিলেন উপহারস্বরূপ পাওয়া গাড়িটি ডিসি পুলে নিয়ে যাওয়ার জন্য। ওই রাতেই গাড়িটির বিদায়। 
পরদিন সকালে দেখলাম নীল রঙের গাড়িটি অন্য একজন মন্ত্রীকে নিয়ে মিন্টো রোডের মন্ত্রীপাড়া থেকে বের হচ্ছে। আমরা রাতে বাবাকে সবাই অবহিত করলাম, জনৈক মন্ত্রীকে গাড়িটি ব্যবহার করতে আমরা দেখেছি। আপনি ব্যবহার করলে ক্ষতি কী? উনি জবাব দিলেন আমার সামর্থ্য নেই এ গাড়ি চালানোর, তাই সরকারের পুলে দান করে দিয়েছি। সরকার যাকে খুশি তাকে ব্যবহার করতে দিতে পারে। 
আসলে অবাক লাগে, বিশ্বাস হয় না। বর্তমান যুগের মন্ত্রী-এমপিদের অবস্থা দেখে অনেক সময় দুঃখ হয়। আমার বাবার কবরটি দামপাড়ায় আমাদের বাড়ির সামনে একজন আউলিয়ার সমাধির পাশে। কবরস্থানটি বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট বোর্ডের একোয়ার করা জায়গায় অবস্থিত। আমার বাবা ১৯৪০ সালে দামপাড়ায় বসবাস করার পর থেকে মাজারটি সংরক্ষণ করতেন। বিভিন্ন শাক-সবজির চাষ করতেন। জায়গাটি আমার বড় আম্মার বাবার সম্পত্তি, পরবর্তীতে একোয়ার করা হয়। অত্যন্ত আশ্চর্যের বিষয় উনি মন্ত্রী থাকা অবস্থায়ও ওই জায়গা নিজের বা পরিবারের জন্য লিজ, বন্দোবস্ত বা দখল করার কোনো চেষ্টা করেননি। কত নির্লোভ, নিঃস্বার্থ বাবা আমার। অথচ ওই জায়গা উনি সারাজীবন ব্যবহার করেছেন। বঙ্গবন্ধু তাঁর মন্ত্রিসভার সদস্য এবং তিন বাহিনীর প্রধানসহ আমার বাবাকে ওই জায়গায় সমাহিত করেন। 
আমার বাবা মারা যাওয়ার দীর্ঘ ৪৬ বছর পার হওয়ার পর আমি নিজ চেষ্টায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহায়তায় মাজারটি সংরক্ষণ, সংস্কার এবং সীমানা প্রাচীর তৈরি করার অনুমতি লাভ করি। 
স্বাধীনতা-উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভায় উনি স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। 
মন্ত্রী হওয়ার পর উনি প্রথম দিন আমার মা ডা. নুরুন নাহার জহুরকে সরকারি চাকরি থেকে অব্যাহতি দেন। আমার মা উনার মন্ত্রণালয়ের অধীনে চাকরি করলে প্রভাব খাটানোর সম্ভাবনা থাকবে তাই মাকে দীর্ঘ ১২ বছরের সরকারি চাকরি হারাতে হয়। 
ছেলে হিসেবে আমি খুব উপভোগ করেছি আমার বাবার ধর্মীয় অনুষ্ঠান পালনকে। কোরবানির সময় তিনটি গরু কিনতেন এবং চারটি ছাগল ও ভেড়া জবাই করে কোরবানি দিতেন। এতে আমরা আনন্দিত হতাম। রোজার মাসে একা কখনো ইফতার করতেন না। আছরের নামাজের পর থেকে আয়োজন শুরু করতেন, অন্তত ৩০/৫০ জন মেহমান নিয়ে নিয়মিত ইফতার করতেন। ব্যক্তিগত জীবনে উনি খুবই ধর্মপ্রাণ ছিলেন। উনি রাতে অল্প সময় ঘুমাতেন। শেষ রাতে ঘুম থেকে ওঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। ফজরের নামাজ পড়ে নিয়মিত দরুদ শরিফ পাঠ করতেন এবং ভোরে মুড়ি ছিটাতেন কাকের খাবারের জন্য। তিনি রোজা পালন করতেন। বেরোজাদারকে ঘৃণা করতেন। ঈদের আগে চট্টগ্রামের প্রত্যেক এলাকার মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের জন্য লুঙ্গি, পাঞ্জাবি পাঠাতেন। 
ব্যক্তিগত জীবনে উনি এত সাদাসিধা জীবনযাপন করতেন যে, কেউ নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। উনি জীবনে কখনো হাতঘড়ি ব্যবহার করতেন না। জুতা না পরে স্যান্ডেল পরতেন। সাদা পায়জামা, পাঞ্জাবি, শেরওয়ানি ও বার্মিজ স্যান্ডেল নিয়মিত পরতেন। বাসায় এবং অবসরে নীল রঙের এক রঙা লুঙ্গি এবং সাদা হাতাওয়ালা গেঞ্জি পরতেন। 
আমি ১৯৭৯ সালে সরকারি বাণিজ্য কলেজে প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর আমার মা আমাকে বেশ কিছু বই দিলেন। বইগুলো ছিল সম্পূর্ণ ইংরেজিতে Business Management, Industrial Management এবং আধুনিক বাণিজ্য ও শিল্প ব্যবস্থাপনার ওপর আমেরিকান বই। আমি খুবই আশ্চর্য ও বিস্মিত হয়েছিলাম। রাজনৈতিক নেতা হতে হলে শুধু রাজনীতির বই নয়, পৃথিবীর সব বিষয়ের বই পড়তে হয়। আমার বাবার সংগৃহীত বইগুলো ছিল অনেক উঁচুমানের। উনি ভালো ইংরেজি পড়তে ও বলতে পারতেন। অথচ উনি ছিলেন আন্ডার ম্যাট্রিক; মন্ত্রী হওয়ার পর আনুষ্ঠানিকতার কারণে খুব সামান্য সময় স্যুট এবং জুতা ব্যবহার করতেন। তাও বিদেশে মিটিংয়ের সময়। বিলাসিতা ছিল ডানহিল সিগারেট পান করতেন। পাকিস্তান টোব্যাকো কোম্পানি নিয়মিত সিগারেট পাঠাত। এটাই উনার বিলাসিতা ছিল। 
মদ্যপায়ীদের ঘৃণা করতেন এবং শরাবি বলে বকা দিতেও শুনেছি। বাবার সবচেয়ে বড় নেশা ছিল বই পড়া এবং কারও কাছ থেকে ইতিহাস ও গল্প-পুঁথি শোনা। রাত জেগে বই পড়তেন। বাংলাদেশের প্রথম মন্ত্রিসভায় বঙ্গবন্ধুর নেতৃত্বে শপথ গ্রহণ করার পর চারটি মন্ত্রণালয়-স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। মন্ত্রীর দায়িত্ব পালনকালে উনি যোগ্যতা, মেধা ও সততার সঙ্গে শুধু দেশের জনগণের অর্পিত দায়িত্ব নিয়ে সর্বদা সজাগ থাকতেন। এ দেশের মানুষের জন্য কাজ করার কথা ভাবতেন। আমার দেখা ও জানা সে সময়ের কিছু ঘটনা এখনো আমার মনে নাড়া দেয়। 
স্বাধীনতা-উত্তর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সদস্য বাংলাদেশ পুনর্গঠনে বেশ কিছু উল্লেখ্যযোগ্য পদক্ষেপ নেন। স্বাধীনতা যুদ্ধে লাখ লাখ শিশু ও নারী মানবেতর জীবনযাপন করছিল। যুদ্ধে পিতৃমাতৃহারা লাখ লাখ এতিম ছেলেমেয়েকে এতিমখানায় থাকা-খাওয়া, লেখাপড়ার ব্যবস্থা করেন। উল্লেখ্য, উনি চট্টগ্রাম লালখান বাজারের ইস্পাহানি বিল্ডিং, নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে তিনটি বাড়ি, মুরাদপুরে বিশাল কয়েকটি এতিমখানা প্রতিষ্ঠা করেন এবং উনি সশরীরে এতিমখানাগুলো পরিদর্শন করতেন। সমাজকল্যাণ দফতরের চট্টগ্রাম বিভাগের পরিচালক, চট্টগ্রামের মেয়ে জওশন আরা রহমানের প্রজেক্টগুলো পরিচালনার দায়িত্বে ছিলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মুক্তিযুদ্ধে নির্যাতিত এবং পিতা, স্বামীহারা বিধবা, এতিম, নির্যাতিত নারীদের পুনর্গঠনের জন্য নারী পুনর্বাসন বোর্ড গঠন করেন। এ প্রকল্পের আওতায় সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় নারী পুনর্বাসন প্রকল্প প্রতিষ্ঠা করেন। মহিলাদের সেলাই শিক্ষা, কুটির শিল্প তৈরির শিক্ষা এবং পুনর্বাসন কেন্দ্র কর্তৃক উৎপাদিত পণ্য বিপণনের ব্যবস্থা নেন। 
স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় উনি বাংলাদেশে বৃহৎ দুইটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। ঢাকার বর্তমান বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালটি ছিল তৎকালীন পাকিস্তানিদের শাহবাগ হোটেল। এ শাহবাগ হোটেলের সামনের রাস্তা দিয়ে উনি বাসা থেকে যাওয়ার সময় নিয়মিত আসা-যাওয়া করতেন। শাহবাগ হোটেলকে হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠা করার চিন্তা ও স্বপ্ন দেখেন। চট্টগ্রামের প্রখ্যাত চিকিৎসক জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামকে দায়িত্ব দিয়ে তৎকালীন পিজি হাসপাতাল (Post Graduate Hospital) প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুমোদন নিয়ে হাসপাতালটি প্রতিষ্ঠা করার সময় বাংলাদেশের বড় ব্যবসায়ী এবং প্রভাবশালী ব্যক্তি উক্ত শাহবাগ হোটেলটি সরকার থেকে লিজ নিয়ে হোটেল ব্যবসা চালুর চেষ্টা করেন কিন্তু আমার বাবা মরহুম জহুর আহমদ চৌধুরী কঠোরভাবে অবস্থান নিয়ে হাসপাতালটি প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল নামে পরিচিত। 
চট্টগ্রামে ফয়স লেকস্থ চক্ষু হাসপাতাল তাঁরই অবদান। জার্মান সরকার থেকে একটি চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব এলে তিনি ফয়স লেকে রেলওয়ে থেকে জমি বরাদ্দ নিয়ে জার্মান সরকারের সহায়তায় বর্তমান চক্ষু হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন তিনি জাতীয় অন্ধকল্যাণ সমিতিও প্রতিষ্ঠা করেন। 
জীবনে কখনো তিনি আদর্শ ও দায়িত্বের কাছে পরাজিত হননি। ওই হাসপাতালেই তিনি ১ জুলাই ১৯৭৪ সোমবার ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তিনি সর্বপ্রথম বাংলাদেশে শ্রম আইন সংস্কারের কাজ শুরু করেন। জাতীয় সংসদে শ্রম আইনের সংস্কারে প্রথম বিল উত্থাপন করেন। এতে দেশের শিল্প উন্নয়নের জন্য মালিক-শ্রমিক একসঙ্গে কাজ করার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়। এ দেশের শ্রমিক সমাজের স্বার্থ এবং বাংলাদেশের শিল্পে দ্রুত অগ্রগতির লক্ষ্যে উনি আমৃত্যু কাজ করে গেছেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর উনি শ্রম দফতরে সরকারি কর্মকর্তাদের এক সভা আহ্বান করেন। সভায় এমন একজন উপ-পরিচালক উপস্থিত ছিলেন যিনি পাকিস্তান আমলে আমার বাবার বিরুদ্ধে শ্রম আইনে বিভিন্ন সময় মামলা দিয়েছিলেন। ষাটের দশকে কিছু মামলার কারণে তিনি কারাবরণও করেন। ভদ্রলোক পেছনের সারিতে বসা ছিলেন। আমার বাবা উনাকে ডেকে সামনের সারিতে বসতে বললেন এবং সভা চলাকালীন উনাকে উদ্দেশ্য করে বললেন, আপনি সরকারি কর্মকর্তা, আপনি তৎকালীন পাকিস্তান সরকারের দায়িত্ব পালন করেছিলেন। এখন আপনি বাংলাদেশ সরকারের অধীনে সরকারি কর্মকর্তা, তাই এ সরকারের হুকুম মেনে কাজ করবেন। তখন ভদ্রলোকের ভয় ও জড়তা কেটে যায় এবং পরবর্তী সময়ে উনি আমার বাবার একজন প্রিয় কর্মকর্তায় পরিণত হন এবং পদোন্নতি লাভ করে সম্মানের সঙ্গে চাকরি করেন। 

 

এই বিভাগের আরও খবর
তারেক রহমান : দীর্ঘ সংগ্রামের অপ্রতিরোধ্য আলোকবর্তিকা
তারেক রহমান : দীর্ঘ সংগ্রামের অপ্রতিরোধ্য আলোকবর্তিকা
এএফসির চ্যালেঞ্জ লীগের গ্রুপ পর্বে বাংলাদেশের বসুন্ধরা কিংস
এএফসির চ্যালেঞ্জ লীগের গ্রুপ পর্বে বাংলাদেশের বসুন্ধরা কিংস
আবার নতুন কোন মিশনে হাসনাত-পাটওয়ারী?
আবার নতুন কোন মিশনে হাসনাত-পাটওয়ারী?
কেমন বাংলাদেশ চাই
কেমন বাংলাদেশ চাই
চিকিৎসাসেবা না কমিশনবাণিজ্য
চিকিৎসাসেবা না কমিশনবাণিজ্য
জীবন ও জগতে যত দ্বন্দ্ব এখন
জীবন ও জগতে যত দ্বন্দ্ব এখন
খালেদা জিয়া : হার না মানা এক অনন্য রাজনীতিক
খালেদা জিয়া : হার না মানা এক অনন্য রাজনীতিক
খালেদা জিয়া : ইস্পাতদৃঢ় নেতৃত্বের প্রতীক
খালেদা জিয়া : ইস্পাতদৃঢ় নেতৃত্বের প্রতীক
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে খাদ্য নিরাপত্তাহীনতা, কষ্ট বেড়েছে মানুষের
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে খাদ্য নিরাপত্তাহীনতা, কষ্ট বেড়েছে মানুষের
বিনিয়োগে মন্দাবস্থা
বিনিয়োগে মন্দাবস্থা
নির্বাচনের পথে সবারই এগিয়ে আসা প্রয়োজন
নির্বাচনের পথে সবারই এগিয়ে আসা প্রয়োজন
খাদ্য নিরাপত্তায় ঘাটতি এবং মূল্যস্ফীতি
খাদ্য নিরাপত্তায় ঘাটতি এবং মূল্যস্ফীতি
সর্বশেষ খবর
হবিগঞ্জে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ, দুই নারী আটক
হবিগঞ্জে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ, দুই নারী আটক

২ সেকেন্ড আগে | দেশগ্রাম

ইয়েমেনে হুথিদের ‘জ্বালানি অবকাঠামো’তে হামলার দাবি ইসরায়েলের
ইয়েমেনে হুথিদের ‘জ্বালানি অবকাঠামো’তে হামলার দাবি ইসরায়েলের

১০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মার্কিন উপকূলে ১,০০০ ফুট উচ্চতার মেগা-সুনামির সম্ভাবনা
মার্কিন উপকূলে ১,০০০ ফুট উচ্চতার মেগা-সুনামির সম্ভাবনা

১৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

লালমনিরহাটে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ
লালমনিরহাটে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

২২ মিনিট আগে | দেশগ্রাম

১ কেজি ৭শ’ গ্রামের ইলিশ বিক্রি হলো ৫ হাজারে
১ কেজি ৭শ’ গ্রামের ইলিশ বিক্রি হলো ৫ হাজারে

২৫ মিনিট আগে | দেশগ্রাম

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন ৩০ সেপ্টেম্বর
রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন ৩০ সেপ্টেম্বর

৩৩ মিনিট আগে | জাতীয়

হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান
হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান

৩৭ মিনিট আগে | দেশগ্রাম

ধানমন্ডিতে আটক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি : ডিএমপি
ধানমন্ডিতে আটক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি : ডিএমপি

৪৪ মিনিট আগে | নগর জীবন

ক্রিকেট ব্যাটে লুকানো ৫,১০০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক আটক
ক্রিকেট ব্যাটে লুকানো ৫,১০০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক আটক

৪৮ মিনিট আগে | দেশগ্রাম

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা; প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে পুলিশের ওপর হামলা; প্রধান আসামি গ্রেফতার

৫১ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

২০ আগস্টের মধ্যে জুলাই সনদ নিয়ে মত দেবে বিএনপি
২০ আগস্টের মধ্যে জুলাই সনদ নিয়ে মত দেবে বিএনপি

৫৫ মিনিট আগে | রাজনীতি

বংশী নদীতে বসুন্ধরা শুভসংঘ সাভার শাখার নৌভ্রমণ অনুষ্ঠিত
বংশী নদীতে বসুন্ধরা শুভসংঘ সাভার শাখার নৌভ্রমণ অনুষ্ঠিত

৫৮ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

আফগানিস্তানে পানির সংকটে সবচেয়ে বেশি ভুগছেন নারীরা
আফগানিস্তানে পানির সংকটে সবচেয়ে বেশি ভুগছেন নারীরা

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

চরম অনাহারে গাজার ১০ লাখ নারী ও কিশোরী: জাতিসংঘ
চরম অনাহারে গাজার ১০ লাখ নারী ও কিশোরী: জাতিসংঘ

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাবিতে স্নাতক প্রথমবর্ষের ক্লাস শুরু, র‍্যাগিংয়ে 'জিরো' টলারেন্স
রাবিতে স্নাতক প্রথমবর্ষের ক্লাস শুরু, র‍্যাগিংয়ে 'জিরো' টলারেন্স

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হত্যা হামলার আসামি, বাদীকে হুমকি
প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হত্যা হামলার আসামি, বাদীকে হুমকি

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মার্কিন দূতাবাসের সতর্কবার্তা: অবৈধ অভিবাসন গুরুতর অপরাধ
মার্কিন দূতাবাসের সতর্কবার্তা: অবৈধ অভিবাসন গুরুতর অপরাধ

১ ঘণ্টা আগে | জাতীয়

না ফেরার দেশে মালয়েশিয়ায় জনপ্রিয় বাংলাদেশি রেস্টুরেন্ট পিঠাঘরের ইসমাইল
না ফেরার দেশে মালয়েশিয়ায় জনপ্রিয় বাংলাদেশি রেস্টুরেন্ট পিঠাঘরের ইসমাইল

১ ঘণ্টা আগে | পরবাস

ঢাকা কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

১ ঘণ্টা আগে | নগর জীবন

এশিয়া কাপের দলে নেই বাবর-রিজওয়ান, আছেন যারা
এশিয়া কাপের দলে নেই বাবর-রিজওয়ান, আছেন যারা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রিজার্ভ চুরিতে জড়িত পাঁচ দেশের নাগরিক
রিজার্ভ চুরিতে জড়িত পাঁচ দেশের নাগরিক

১ ঘণ্টা আগে | অর্থনীতি

শাহরুখ পুত্র আরিয়ান খানের ওয়েব সিরিজের প্রথম লুক প্রকাশ
শাহরুখ পুত্র আরিয়ান খানের ওয়েব সিরিজের প্রথম লুক প্রকাশ

১ ঘণ্টা আগে | শোবিজ

বিলের ধার থেকে গলাকাটা লাশ উদ্ধার
বিলের ধার থেকে গলাকাটা লাশ উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ডা. নিতাই হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড, চারজনের আমৃত্যু কারাদণ্ড
ডা. নিতাই হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড, চারজনের আমৃত্যু কারাদণ্ড

১ ঘণ্টা আগে | জাতীয়

ভ্যান ভাড়া চাওয়াকে কেন্দ্র করে শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ভ্যান ভাড়া চাওয়াকে কেন্দ্র করে শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ঠাকুরগাঁও হাসপাতালে নেই অ্যান্টিভেনম, দুই সপ্তাহে ৬ জনের মৃত্যু
ঠাকুরগাঁও হাসপাতালে নেই অ্যান্টিভেনম, দুই সপ্তাহে ৬ জনের মৃত্যু

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে
সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে

১ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

১৫ ঘণ্টা আগে | জাতীয়

পুতিনের বার্তা পৌঁছে দিলেন ট্রাম্প, জেলেনস্কির প্রত্যাখান
পুতিনের বার্তা পৌঁছে দিলেন ট্রাম্প, জেলেনস্কির প্রত্যাখান

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা

১৭ ঘণ্টা আগে | জাতীয়

হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার
হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার

১৭ ঘণ্টা আগে | রাজনীতি

ফারুকী আশঙ্কামুক্ত, সবাই দোয়া করবেন: তিশা
ফারুকী আশঙ্কামুক্ত, সবাই দোয়া করবেন: তিশা

৭ ঘণ্টা আগে | জাতীয়

ফিলিস্তিনের ‘নেলসন মেন্ডেলা’ কে এই মারওয়ান বারগুতি?
ফিলিস্তিনের ‘নেলসন মেন্ডেলা’ কে এই মারওয়ান বারগুতি?

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘আওয়ামী লীগের রাজনীতির চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা’
‘আওয়ামী লীগের রাজনীতির চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা’

১৮ ঘণ্টা আগে | রাজনীতি

‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে আইজিপি হন জাবেদ পাটোয়ারী
‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে আইজিপি হন জাবেদ পাটোয়ারী

১২ ঘণ্টা আগে | জাতীয়

আটকে গেল যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য আলোচনা, দুশ্চিন্তায় নয়াদিল্লি
আটকে গেল যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য আলোচনা, দুশ্চিন্তায় নয়াদিল্লি

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উন্মোচনের আগেই বাজারে আইফোন ১৭!
উন্মোচনের আগেই বাজারে আইফোন ১৭!

১৩ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল
টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল

১৯ ঘণ্টা আগে | জাতীয়

ইসরায়েলজুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ
ইসরায়েলজুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আবার নতুন কোন মিশনে হাসনাত-পাটওয়ারী?
আবার নতুন কোন মিশনে হাসনাত-পাটওয়ারী?

৭ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মামুনুল হক
আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মামুনুল হক

১৮ ঘণ্টা আগে | রাজনীতি

রবিবার যেখানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’
রবিবার যেখানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আরবাজের সঙ্গে বিচ্ছেদ, অর্জুনের সঙ্গে সম্পর্ক: যা জানালেন মালাইকা
আরবাজের সঙ্গে বিচ্ছেদ, অর্জুনের সঙ্গে সম্পর্ক: যা জানালেন মালাইকা

১৩ ঘণ্টা আগে | শোবিজ

অ্যাম্বুলেন্স আটকে রাখায় নবজাতকের মৃত্যু; মূল হোতা গ্রেফতার
অ্যাম্বুলেন্স আটকে রাখায় নবজাতকের মৃত্যু; মূল হোতা গ্রেফতার

২২ ঘণ্টা আগে | দেশগ্রাম

কেন চিপের চালানে গোপন ট্র্যাকার বসাচ্ছে যুক্তরাষ্ট্র?
কেন চিপের চালানে গোপন ট্র্যাকার বসাচ্ছে যুক্তরাষ্ট্র?

৫ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

ভুয়া ডিভোর্স পেপার দিয়েছেন রিয়া মনি, অভিযোগ হিরো আলমের
ভুয়া ডিভোর্স পেপার দিয়েছেন রিয়া মনি, অভিযোগ হিরো আলমের

২০ ঘণ্টা আগে | দেশগ্রাম

টালিউডে ইতিহাস গড়ল দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’
টালিউডে ইতিহাস গড়ল দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’

৯ ঘণ্টা আগে | শোবিজ

কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব মারা গেছেন
কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব মারা গেছেন

৩ ঘণ্টা আগে | জাতীয়

চট্টগ্রাম–ঢাকা পাইপলাইনে তেল পরিবহন শুরু
চট্টগ্রাম–ঢাকা পাইপলাইনে তেল পরিবহন শুরু

২১ ঘণ্টা আগে | অর্থনীতি

গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য ভিসা স্থগিত করল আমেরিকা
গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য ভিসা স্থগিত করল আমেরিকা

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আমি প্রেসিডেন্ট থাকাকালীন চীন তাইওয়ান দখল করবে না : ট্রাম্প
আমি প্রেসিডেন্ট থাকাকালীন চীন তাইওয়ান দখল করবে না : ট্রাম্প

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সামনে নির্বাচনে আপনারা শাঁখা-সিঁদুর পরে ভোট দিতে যাবেন: স্বরাষ্ট্র সচিব
সামনে নির্বাচনে আপনারা শাঁখা-সিঁদুর পরে ভোট দিতে যাবেন: স্বরাষ্ট্র সচিব

১৮ ঘণ্টা আগে | জাতীয়

কক্সবাজারে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়
কক্সবাজারে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

১৪ ঘণ্টা আগে | জাতীয়

‘হাসিনা কংসের মতো মানুষ হত্যা করেছে’
‘হাসিনা কংসের মতো মানুষ হত্যা করেছে’

২১ ঘণ্টা আগে | রাজনীতি

জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: প্রধান উপদেষ্টা
জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: প্রধান উপদেষ্টা

১৫ ঘণ্টা আগে | জাতীয়

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি, ভারতীয় নারী ইউটিউবারের বিরুদ্ধে চার্জশিট
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি, ভারতীয় নারী ইউটিউবারের বিরুদ্ধে চার্জশিট

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আবারও ভারত-পাকিস্তান প্রসঙ্গ টানলেন ট্রাম্প
আবারও ভারত-পাকিস্তান প্রসঙ্গ টানলেন ট্রাম্প

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
বিএনপির আপত্তি ১০ প্রস্তাবে
বিএনপির আপত্তি ১০ প্রস্তাবে

প্রথম পৃষ্ঠা

পিআর নিয়ে তীব্র বিরোধ
পিআর নিয়ে তীব্র বিরোধ

প্রথম পৃষ্ঠা

যেভাবে বিক্রি হয় আলাস্কা
যেভাবে বিক্রি হয় আলাস্কা

রকমারি

প্রথম আলোর রিপোর্টে ক্ষোভ, জ্বালিয়ে দিল পত্রিকার কপি
প্রথম আলোর রিপোর্টে ক্ষোভ, জ্বালিয়ে দিল পত্রিকার কপি

প্রথম পৃষ্ঠা

বেগুন গাছে টম্যাটো চাষ
বেগুন গাছে টম্যাটো চাষ

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

পুরো বিশ্ব তাকিয়ে সিদ্ধান্তের দিকে
পুরো বিশ্ব তাকিয়ে সিদ্ধান্তের দিকে

প্রথম পৃষ্ঠা

রোহিঙ্গা ক্যাম্পে যত সংকট
রোহিঙ্গা ক্যাম্পে যত সংকট

পেছনের পৃষ্ঠা

সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

প্রথম পৃষ্ঠা

পিছিয়ে যাচ্ছে শিক্ষা বছর
পিছিয়ে যাচ্ছে শিক্ষা বছর

পেছনের পৃষ্ঠা

কোনো ভেদাভেদ থাকবে না, এ দেশ সবার
কোনো ভেদাভেদ থাকবে না, এ দেশ সবার

প্রথম পৃষ্ঠা

বিএনপিসহ তিন দলের পাঁচ নেতা ময়দানে
বিএনপিসহ তিন দলের পাঁচ নেতা ময়দানে

নগর জীবন

তারেক রহমান : দীর্ঘ সংগ্রামের অপ্রতিরোধ্য আলোকবর্তিকা
তারেক রহমান : দীর্ঘ সংগ্রামের অপ্রতিরোধ্য আলোকবর্তিকা

সম্পাদকীয়

‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে আইজিপি হন জাবেদ পাটোয়ারী
‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে আইজিপি হন জাবেদ পাটোয়ারী

প্রথম পৃষ্ঠা

চিকিৎসকরা অনর্থক টেস্ট দেন
চিকিৎসকরা অনর্থক টেস্ট দেন

প্রথম পৃষ্ঠা

মনোনয়ন দৌড়ে বিএনপি-জমিয়তের ছয় নেতা, জামায়াতের প্রার্থী চূড়ান্ত
মনোনয়ন দৌড়ে বিএনপি-জমিয়তের ছয় নেতা, জামায়াতের প্রার্থী চূড়ান্ত

নগর জীবন

মুজিব ও হাসিনার পতন : শোক বনাম মুক্তি দিবস!
মুজিব ও হাসিনার পতন : শোক বনাম মুক্তি দিবস!

সম্পাদকীয়

ওয়াইল্ড কার্ড নিয়ে খেলবেন সাকিব
ওয়াইল্ড কার্ড নিয়ে খেলবেন সাকিব

মাঠে ময়দানে

বাবা-মায়ের সঙ্গে রুপালি পর্দায় সন্তানরা
বাবা-মায়ের সঙ্গে রুপালি পর্দায় সন্তানরা

শোবিজ

৫০০ লোকের গোপনাঙ্গ কেটে হিজড়ায় রূপান্তর
৫০০ লোকের গোপনাঙ্গ কেটে হিজড়ায় রূপান্তর

পেছনের পৃষ্ঠা

সোহানদের প্রত্যাশিত জয় নেপালের বিপক্ষে
সোহানদের প্রত্যাশিত জয় নেপালের বিপক্ষে

মাঠে ময়দানে

আশিতে রূপনগরের রাজকন্যা শবনম
আশিতে রূপনগরের রাজকন্যা শবনম

শোবিজ

উৎসবে কার্তিক-শ্রীলিলা
উৎসবে কার্তিক-শ্রীলিলা

শোবিজ

তৌসিফ মাহবুবের অন্য অভিজ্ঞতা
তৌসিফ মাহবুবের অন্য অভিজ্ঞতা

শোবিজ

চ্যাম্পিয়ন মোহামেডানের অনুশীলন শুরু
চ্যাম্পিয়ন মোহামেডানের অনুশীলন শুরু

মাঠে ময়দানে

ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ক বেথেল
ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ক বেথেল

মাঠে ময়দানে

যারা নির্বাচন বিলম্ব চায় তারা গণতন্ত্রের শত্রু
যারা নির্বাচন বিলম্ব চায় তারা গণতন্ত্রের শত্রু

প্রথম পৃষ্ঠা

বাহরাইন সফরে চূড়ান্ত হবে এশিয়ান কাপ স্কোয়াড
বাহরাইন সফরে চূড়ান্ত হবে এশিয়ান কাপ স্কোয়াড

মাঠে ময়দানে

হজরত আলী (রা.)-এর হত্যাকাণ্ড
হজরত আলী (রা.)-এর হত্যাকাণ্ড

সম্পাদকীয়

জয়ে অলরেডদের মৌসুম শুরু
জয়ে অলরেডদের মৌসুম শুরু

মাঠে ময়দানে