শিরোনাম
প্রকাশ: ১১:০০, রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২

সামাজিক মাধ্যম অপব্যবহার রুখতে হবে

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক
অনলাইন ভার্সন
সামাজিক মাধ্যম অপব্যবহার রুখতে হবে

১৯৭১ সালের পরাজিত অপশক্তি আজ আদা-জল খেয়ে নেমেছে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে অসাংবিধানিক প্রক্রিয়ায় উৎখাত করার জন্য, আর এ উদ্দেশ্যে তারা অপব্যবহার করছে নতুন প্রযুক্তিতে উৎকর্ষিত ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ প্রভৃতি সামাজিকমাধ্যম। এ ষড়যন্ত্রকারীদের কয়েকজন বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের দুষ্কৃতিপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করলেও অধিকাংশই কাজ চালাচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে বসে। যারা বাংলাদেশে অবস্থান করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সহজ হলেও যারা বিদেশে রয়েছে তারা বর্তমানে অনেকটাই ধরাছোঁয়ার বাইরে। আমরা বিদেশে অবস্থানরত ষড়যন্ত্রকারীর নাম জানি। এদের অনেকের বিরুদ্ধেই বাংলাদেশের বিভিন্ন আদালতের জারিকৃত হুলিয়া রয়েছে বিধায় এরা ফেরারি আসামি, তার পরও বর্তমান প্রযুক্তির সহায়তা নিয়ে এরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে দেশবিরোধী অপতৎপরতা। এদের আইনের আওতায় আনতে অনেকটা অসহায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার- যিনি এ বিষয়ে একজন বিশেষজ্ঞ -সহ ইনফরমেশন টেকনোলজির বিশেষজ্ঞরা। তাদের কথা অনুযায়ী আমরা এসব অপরাধীর বিরুদ্ধে আইনি হস্তক্ষেপ নিতে সম্পূর্ণরূপে নির্ভরশীল রয়েছি সেসব ব্যক্তি এবং সংস্থার ওপর যারা সামাজিকমাধ্যমগুলো, ফেসবুক, টুইটার, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদির অধীশ্বর। বাংলাদেশ সরকার বারবার তাদের কাছে দাবি পেশ করেও ব্যর্থ হয়েছে। তারা সব সময়ই এ মর্মে যুক্তি প্রদর্শন করছে যে এদের লেখালেখি বন্ধ করার জন্য বাংলাদেশে কোনো আইন নেই এবং এদের মুখ বন্ধ করা হবে মত প্রকাশের স্বাধীনতার বিধান খর্ব করা।

শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর অনেক দেশই বিদেশে বসে সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার ভুক্তভোগী হয়ে তাদের নিজ নিজ দেশে কার্যকর আইন প্রণয়ন করেছে। এ ধরনের একটি ঘটনা ঘটেছিল যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্র করে। ২০১৪ সালের জুনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইনবিশারদ জোনাথন জিট্রেইন লিখেছিলেন, ‘ফেসবুক একটি দেশের নির্বাচনকেও প্রভাবিত করতে পারে, সবার অজ্ঞাতে।’ ২০১৬ সালের এপ্রিলে রব মেয়ার লিখেছিলেন কীভাবে ফেসবুক ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করেছিল। ২০১৬ সালের নির্বাচনের পর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ফেসবুক ও টুইটারের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পর প্রথমে সংস্থা দুটির মালিকরা আত্মপক্ষ সমর্থনের জন্য মত প্রকাশের স্বাধীনতার যুক্তি তুলে ট্রাম্পের দাবির জবাব দিলেও পরবর্তীতে বাধ্য হয়েছিলেন দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করতে এবং ভবিষ্যতে ‘ভুয়া প্রকাশনা’ বন্ধের প্রতিশ্রুতি দিতে।

সামাজিকমাধ্যমে ভুয়া প্রকাশনায় অতিষ্ঠ হয়ে যেসব রাষ্ট্র নতুন আইন প্রণয়ন করেছে তার মধ্যে রয়েছে যুক্তরাজ্যও, যে দেশটিকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। সতের শতকে ‘শিপমানি’ নামে পরিচিত এক মামলার রায় প্রদানকালে ব্রিটিশ হাই কোর্ট বলেছিল, ‘রাষ্ট্রের নিরাপত্তাই দেশের সর্বোচ্চ আইন।’ যুক্তরাজ্যে মত প্রকাশে স্বাধীনতা সেই ‘মেগনা কার্টার’ সময় থেকে স্বীকৃত হলেও এ স্বাধীনতা যে নিরঙ্কুশ নয় তা বারবারই প্রতিষ্ঠিত করেছে বিলেতের আদালতগুলো বিশেষ করে যখন রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন জড়িত থাকে। একই কারণে যুক্তরাজ্যের হাউস অব লর্ডস ১৯৮৪ সালে জি সি এইচ কিউ মামলায় গোপন যোগাযোগ কেন্দ্রে চাকরিরতদের ট্রেড ইউনিয়ন খোলার বিপক্ষে রায় প্রদান করেছিল।

১৯৮০-এর দশকে পিটার রাইট নামক ব্রিটিশ গোয়েন্দা সংস্থা, এমআই-৫-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা তার জীবনীগ্রন্থ ‘স্পাই কেচার’ ছাপানোর চেষ্টা এবং সেটি ধারাবাহিকভাবে বিলেতের গার্ডিয়ান পত্রিকায় প্রকাশের চেষ্টা করলে ১৯৮৬ সালে ব্রিটিশ সরকার এই কারণ দেখিয়ে সেটি প্রকাশনার বিরুদ্ধে আদালত থেকে ইনজাংকশন নিয়েছিল যে এর ফলে যুক্তরাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হবে। পরবর্তীতে বইটি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার আদালতের রায়ক্রমে প্রকাশিত হলে সেটি বিলেতের টাইমস এবং অবজারভার পত্রিকায় প্রকাশের উদ্যোগ গ্রহণ করলে ব্রিটিশ সরকার ওই প্রকাশনার বিরুদ্ধে আদালতে যায়। ‘অ্যাটর্নি জেনারেল বনাম অবজারভার পত্রিকা’ নামক মামলাটি ক্রমান্বয়ে বিলেতের সর্বোচ্চ আদালত হাউস অব লর্ডসে পৌঁছলে ১৯৮৮ সালে সেই আদালত অ্যাটর্নি জেনারেলের আপিল মঞ্জুর করে এ মর্মে রায় প্রদান করে যে ‘স্পাই কেচার’ পুস্তকে লেখা কথাগুলো ছাপালে যুক্তরাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হবে। হাউস অব লর্ডস তাদের রায়ে এ কথাও পুনরায় ব্যক্ত করে যে মত প্রকাশের স্বাধীনতা নিরঙ্কুশ হতে পারে না বরং প্রয়োজনীয় বিধিনিষেধ দ্বারা সীমিত। পরবর্তীকালে ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের বিধানাবলিকে ১৯৯৮ সালে হিউম্যান রাইটস অ্যাক্ট দ্বারা যুক্তরাজ্যের অভ্যন্তরীণ আইনে পরিণত করলে অন্যান্য মানবাধিকারের মতো মত প্রকাশের স্বাধীনতাও, যা আগে ছিল ইংলিশ কমন ল-ভিত্তিক বিধান তা বিধিবদ্ধ আইনের মর্যাদাপ্রাপ্ত হয়। কিন্তু ইউরোপীয় কনভেনশনের ১০ অনুচ্ছেদেও মত প্রকাশের স্বাধীনতার ওপর রয়েছে সেসব সীমাবদ্ধতা যা প্রকাশ করলে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, কোনো ব্যক্তির মানহানি হতে পারে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, আইনশৃঙ্খলা নষ্ট হতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে, আদালত অবমাননা হতে পারে। একই ধরনের সীমাবদ্ধতা ১৯৪৮ সালে জাতিসংঘে গৃহীত সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের ২৯(খ) অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, ‘নিজের অধিকার ভোগ করার সময় এ কথা প্রত্যেকেরই মনে রাখতে হবে যে তাতে যেন অন্যের অধিকার ও স্বাধীনতার প্রতি কোনোরূপ অস্বীকৃতি বা অশ্রদ্ধা প্রকাশ না পায়। অধিকন্তু একটি গণতান্ত্রিক সমাজে নৈতিকতা, গণশৃঙ্খলা ও সর্বসাধারণের দিকে লক্ষ্য রেখে এবং আইন মান্য করেই প্রত্যেকে তার অধিকার ও স্বাধীনতা প্রয়োগ করতে পারবে।’ ২৯(গ) অনুচ্ছেদে বলা আছে, ‘এসব অধিকার ও স্বাধীনতা ভোগ করার সময় কোনোক্রমেই জাতিসংঘের উদ্দেশ্য ও মূলনীতি লঙ্ঘন করা চলবে না।’

যুক্তরাজ্যে ভুয়া এবং আপত্তিকর প্রকাশনার বিরুদ্ধে আগে থেকেই বেশ কিছু আইন বলবৎ ছিল। তার পরও নতুন প্রযুক্তির অপব্যবহার দ্বারা ভুয়া এবং আপত্তিকর প্রকাশনা বন্ধ করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট একাধিক নতুন আইন প্রণয়ন করেছে। নতুন পরিস্থিতিতে যুগোপযোগী আইন প্রণয়ন করাই সমীচীন, কেননা পুরনো আইন অনেক ক্ষেত্রেই নতুন পরিস্থিতি মোকাবিলায় অকার্যকর হয়ে পড়ে। এমনই একটি নতুন ব্যবস্থা ব্রিটিশ কর্তৃপক্ষ প্রণয়ন করে সৃষ্টি করেছে যার নাম অফিস অব কমিউনিকেশন (অফকম)। কিন্তু এ সংস্থা শুধু টেলিভিশনের প্রচারণার ওপর নজরদারি করার অধিকারী। সামাজিকমাধ্যম নিয়ন্ত্রণে যুক্তরাজ্যের সফল আইন এখনো ২০০৩ সালের ‘দি কমিউনিকেশন অ্যাক্ট’। এ আইনের বলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো ভুয়া, আক্রমণাত্মক, অপ্রীতিকর, অশ্লীল, ভীতি প্রদর্শনমূলক বার্তা বৈদ্যুতিক প্রক্রিয়ায় চালিত প্রচারমাধ্যম অপব্যবহার করে পাঠালে সে শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হবে। যুক্তরাজ্যে মানহানির এবং আদালত অবমাননা রোধে আইন থাকার পরে এ আইনটি প্রণয়ন করা হয় এই ভেবে যে বৈদ্যুতিক প্রক্রিয়ার সামাজিক গণমাধ্যমের ব্যবহার বেড়ে যাওয়ায় পুরনো আইনগুলো, যথা মানহানির আইন বহুলাংশে অকেজো হয়ে পড়ে।

২০১৮ সালের ২৯ জুলাই যুুক্তরাজ্যের আইনপ্রণেতারা ‘জাতীয় নিরাপত্তা যোগাযোগ ইউনিট’ নামে একটি বিশেষ সংস্থা গঠন করেন, যার কাজ হলো ভুয়া, আপত্তিকর, আক্রমণাত্মক, ভীতি প্রদর্শনমূলক তথ্য এবং সংবাদ প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। এরপর ২০১৯ সালের এপ্রিলে যুক্তরাজ্যে জারি করা হয় ‘সামাজিক গণমাধ্যম কোড অব প্র্যাকটিস’, যার দ্বারা সামাজিক গণমাধ্যম পরিচালক/মালিকদের যথা ফেসবুক, টুইটার, গুগলস, হোয়াটসঅ্যাপ প্রভৃতির ওপর দায় বর্তানো হয় আপত্তিকর প্রচার এবং প্রকাশনার ক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার। এ ছাড়া ১৯৯৮ সালে জারিকৃত ‘মেলিসাস কমিউনিকেশন আইন’ করা হয় যাতে কেউ অশ্লীল, মারাত্মকভাবে আক্রমণাত্মক, ভুয়া তথ্য/সংবাদ বৈদ্যুতিক প্রক্রিয়ায় চালিত মাধ্যম ব্যবহার করে পাঠালে তার শাস্তির বিধান করা হয়েছে। প্রাথমিকভাবে ফেসবুক, টুইটার, গুগলস, হোয়াটসঅ্যাপে উপরোল্লিখিত আইন ও ব্যবস্থার প্রবল বিরোধিতা করেছিল এ যুক্তি দেখিয়ে যে এসব আইন/ব্যবস্থা ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের ১০ অনুচ্ছেদ দ্বারা প্রদত্ত মত প্রকাশের অধিকারবিরোধী। কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষ এসব সামাজিকমাধ্যম মালিকদের বোঝাতে সক্ষম হন যে ওই কনভেনশনের ১০ অনুচ্ছেদেই বলা হয়েছে- মত প্রকাশের স্বাধীনতা নিরঙ্কুশ নয়, বরং আপেক্ষিক, যে অধিকার কাউকেই এমন কোনো মত বা তথ্য প্রচার/প্রকাশের স্বাধীনতা প্রদান করে না যা সংশ্লিষ্ট দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, সে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি হুমকির সম্মুখীন করতে পারে, সম্প্রদায়সমূহের মধ্যে অসন্তোষ, বিভেদ বা কলহ সৃষ্টি করতে পারে, কারও মানহানি ঘটাতে পারে, আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং সামরিক বাহিনীকে উসকানি দিতে পারে। এসব যুক্তির পর উল্লিখিত কোম্পানিগুলো অবশেষে ব্রিটিশ দাবির কাছে মাথা নত করে সামাজিক গণমাধ্যমে আপত্তিকর প্রকাশনা খর্ব করার সিদ্ধান্ত নেয়, যেমনটি তারা ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরও সে দেশের ক্ষেত্রে নিয়েছিল। ব্রিটিশ পার্লামেন্ট একই উদ্দেশ্যে আরও যেসব নতুন আইন প্রণয়ন করেছে বা আইনে পরিবর্তন এনেছে তার মধ্যে রয়েছে- ১৯৮৬ সালের পাবলিক অর্ডার অ্যাক্ট, ১৯৮৯ সালের অফিশিয়াল সিক্রেট অ্যাক্ট, ১৯৮৯ সালের সিকিউরিটি সার্ভিস অ্যাক্ট, ১৯৯৪ সালের ইন্টেলিজেন্টস সার্ভিসেস অ্যাক্ট, ১৯৯৪ সালের ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড পাবলিক অর্ডার অ্যাক্ট, ১৯৯৮ সালের ক্রাইম অ্যান্ড ডিজঅনার অ্যাক্ট, ২০০০ সালের ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্ট, ২০০০ সালের টেররিজম অ্যাক্ট, ২০০১ সালের অ্যান্টি টেররিজম, ক্রাইম অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট, ২০০৩ সালের অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার অ্যাক্ট, ২০০৫ সালের প্রিভেনশন অব টেররিজম অ্যাক্ট, ২০০৬ সালের টেররিজম অ্যাক্ট, ২০০৭ সালের সিরিয়াস ক্রাইম অ্যাক্ট, ২০০৮ সালের কাউন্টার টেররিজম অ্যাক্ট। ব্রিটিশ সরকার সম্প্রতি পাকিস্তানের মুত্তাহিদা-কওমি-মুভমেন্ট ইন পাকিস্তান (এমকিউএম) দলের নেতা আলতাফ হোসেনের বিচার শুরু করেছে ২০০৭ সালের সিরিয়াস ক্রাইম অ্যাক্টের ৪৪ ধারা এবং সন্ত্রাসবিরোধী আইন মতে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি যুক্তরাজ্যে বসে ২০১৬ সালের আগস্টে পাকিস্তানবিরোধী বিবৃতি প্রদান করেছিলেন। আলতাফ হোসেনের বিচার ও বিচারের জন্য ব্যবহৃত সংশ্লিষ্ট আইনগুলো আবার প্রমাণ করল যে মত প্রকাশের স্বাধীনতা সীমাহীন নয়। খুনের দায়ে দণ্ডিত বিলেতে পালিয়ে থাকা ফেরারি আসামি তারেক রহমানসহ অন্যরা প্রতিনিয়ত বাংলাদেশবিরোধী বক্তব্য বিলেতে বসে প্রচার করে যাচ্ছে। অভিজ্ঞ মহল মনে করে তাদের বিরুদ্ধেও আলতাফ হোসেনের মতোই ফৌজদারি মামলা হতে পারে, যার জন্য প্রয়োজন এসব অপরাধীর বক্তব্যগুলো ব্রিটিশ সরকারের নজরে আনা। যুক্তরাজ্যে প্রণীত আইনগুলোর কারণে এবং মত প্রকাশের স্বাধীনতা নিরঙ্কুশ নয় মর্মে সামাজিক যোগাযোগমাধ্যম মালিকদের বোঝাতে সক্ষম হওয়াতে সেই মালিকগুলো এখন ব্রিটিশ সরকারের দাবির কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। সামাজিক গণমাধ্যমে বিকৃত, ভুয়া, আক্রমণাত্মক, রাষ্ট্রবিরোধী প্রচার-প্রচারণা রোধকল্পে ভারত সরকার অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করে বেশ কিছু আইন প্রণয়ন এবং ব্যবস্থা গ্রহণ করে সামাজিকমাধ্যম কোম্পানিগুলোকে তাদের কথা শুনতে বাধ্য করেছে। একইভাবে এসব কোম্পানি মত প্রকাশের স্বাধীনতার ধুয়া তুলে প্রথম দিকে গড়িমসি করলেও পরে ভারতের যুক্তির কাছে পরাজয় স্বীকারে বাধ্য হয়। ভারত সরকার সামাজিকমাধ্যম কোম্পানিগুলোর মালিকদের এ মর্মে বোঝাতে সক্ষম হয় যে ভারতের সংবিধানের ১৯ অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতার বিধান নিরঙ্কুশ নয়, বরং বহু শর্ত দ্বারা নিয়ন্ত্রিত। অনুচ্ছেদ ১৯ (২)-এ বলা আছে, এই স্বাধীনতার কারণে এর ওপর যুক্তিসংগত বিধিনিষেধ আরোপের কোনো আইন অকার্যকর হবে না, যা ভারতের স্বাধীনতা, অখণ্ডতার জন্য, নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, জননিরাপত্তা, শালীনতা, নৈতিকতা, আদালত অবমাননা, মানহানি এবং অপরাধ রোধকল্পে প্রয়োজন। ভারত সরকার আরও যুক্তি প্রদর্শন করে বলে, এমনকি ১৯৪৮ সালের সর্বজনীন মানবাধিকার ঘোষণায়ও মত প্রকাশের স্বাধীনতাকে নিরঙ্কুশ মর্যাদা দেওয়া হয়নি, বরং উপরোল্লিখিত শর্ত দ্বারা নিয়ন্ত্রণযোগ্য করা হয়েছে। গত বছর মার্চে ভারত সরকার সামাজিকমাধ্যম কোম্পানিগুলোকে উৎসাহিত করে সচেতনতা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করতে, যার দ্বারা ওইসব কোম্পানি ভুয়া, আপত্তিকর প্রভৃতি ধরনের তথ্য প্রতিহত করার ব্যবস্থা গ্রহণ করতে পারে। ভারত সরকার ২০২০ সালের ফেব্রুয়ারিতে নতুন নিয়ন্ত্রণ কার্যক্রম গ্রহণ করে যার মধ্যে রয়েছে ‘ডিজিটাল ইথিকস’ ব্যবস্থা যার দ্বারা সামাজিক গণমাধ্যম কোম্পানিগুলোকে বাধ্য করে বিক্ষুব্ধ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি বিবেচনার জন্য ভারতে দফতর খুলতে, যে দফতর আপত্তিকর প্রচার বা প্রকাশনার সূত্র উন্মোচন করতে পারবে। ২০০০ সালে ভারতীয় সংসদ ‘ইনফরমেশন টেকনোলজি’ আইন প্রণয়ন করে। ২০০৯ সালে প্রণয়ন করা হয় ‘টেকনোলজি (প্রসিডিউর অ্যান্ড সেফটি ফর ব্লকিং অ্যাক্সেস অব ইনফরমেশন) রুলস ২০০৯’, যেটি ব্লকিং রুল নামেই পরিচিত। এ আইন দ্বারা ভারত সরকার সামাজিক গণমাধ্যমে প্রচারিত ভুয়া এবং আপত্তিকর প্রচারণা রুদ্ধ করতে পারে। ২০১৭ সালে ভারত সরকার ‘টেম্পোরারি সাসপেনশন অব টেলিকম সার্ভিসেস (পাবলিক ইমারজেন্সি অর পাবলিক সেফটি) রুলস ২০১৭’ প্রণয়ন করে। ভারত সরকারের এসব উদ্যোগের মুখে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এবং গুগল কোম্পানিগুলো তাদের নিজ নিজ মালিকানার সামাজিক মাধ্যমগুলো ব্যবহৃত তথ্য/সংবাদ প্রচারের ক্ষেত্রে স্বচ্ছতার নিশ্চয়তা প্রদানে গুরুত্ব প্রদান করে, বিশেষ করে রাজনীতিভিত্তিক তথ্য/সংবাদগুলোকে কঠোরতর পর্যবেক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করে। তারা ভারত সরকার এবং ভারতের নির্বাচন কমিশনের দাবির পরিপ্রেক্ষিতেই এসব সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয় প্রাথমিকভাবে নেতিবাচক অবস্থানে থাকার পরও। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ফেসবুক এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে যে রাজনীতিভিত্তিক বিজ্ঞাপনে না-দাবিমূলক (DISCLAIMES LABELS) ছাপ ব্যবহার করতে হবে, যাতে এর সত্যতা অনিশ্চিত এবং প্রশ্নবিদ্ধ থেকে যায়। একই সঙ্গে ফেসবুক ভুয়া অ্যাকাউন্টগুলো বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং প্রয়োজনে তৃতীয় পক্ষের সহযোগিতা গ্রহণের সিদ্ধান্ত নেয়। হোয়াটসঅ্যাপও বহুবিধ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে, যার মধ্যে রয়েছে প্রতিটি হোয়াটসঅ্যাপ কাস্টমারের ব্যবহারসংখ্যা সর্বোচ্চ পাঁচটিতে সীমিত করা। তা ছাড়া এ কোম্পানি একটি ‘তথ্য যাচাইয়ের হটলাইন’ চালু করেছে।

পৃথিবীর অন্যান্য দেশেও সামাজিক যোগাযোগমাধ্যম অপব্যবহার করে সংশ্লিষ্ট দেশসমূহে গোলযোগ সৃষ্টিসহ অন্যান্য বিপজ্জনক পরিস্থিতি রোধকল্পে সাম্প্রতিক বছরগুলোয় আইন প্রণয়ন করেছে। যেসব দেশ কঠোর আইন করেছে তার মধ্যে রয়েছে- জার্মানি, রাশিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়া ইত্যাদি।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর অপব্যবহারের মাধ্যমে সুযোগসন্ধানী ব্যক্তি এবং গোষ্ঠী যে বিভিন্ন দেশে অমঙ্গলকর এবং বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে মত প্রকাশের স্বাধীনতার ধুয়া তুলে, এতগুলো দেশ বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যারা মত প্রকাশসহ অন্য মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তাদের প্রণীত নতুন আইনগুলো পুনরায় প্রমাণ করছে যে মত প্রকাশের স্বাধীনতা নিরঙ্কুশ নয়।

এটি বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এ দেশে আইনি পন্থায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত সরকারকে অসাংবিধানিক, বেআইনিভাবে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একাধিক কুচক্রী মহল। এদের মধ্যে রয়েছে অনেক ফেরারি আসামি যাদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন আদালতের হুলিয়া রয়েছে বা যারা বাংলাদেশের আদালতের বিচারের মাধ্যমে সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে পালিয়ে আছে। তারা অপপ্রচার, ঘৃণার বাণী, দেশদ্রোহীমূলক বাণী ছড়াচ্ছে বিরামহীন, সামরিক ও পুলিশ বাহিনীকে উসকানি দিচ্ছে, অনেক সময় তাদের এবং র‌্যাবের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। দেশের বাইরে থাকায় তারা আমাদের আইন প্রয়োগকারীদের ধরাছোঁয়ার বাইরে। তাদের অপপ্রচার বন্ধ করার জন্য আমাদের কর্তৃপক্ষ যতবারই চেষ্টা করেছেন ততবারই ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এবং গুগল মালিকরা প্রথমত জিজ্ঞেস করেছেন বাংলাদেশের কোন আইনবলে তাদের প্রচারণা বন্ধ করা যায় আর দ্বিতীয়ত মত প্রকাশের স্বাধীনতার কথা।

তাদের প্রথম প্রশ্নটি নিয়েই আলোচনা প্রয়োজন, এসব অপপ্রচার রোধে আমাদের দেশে যেসব আইন রয়েছে, আধুনিক প্রকৌশলগত উৎকর্ষের কারণে সামাজিক গণমাধ্যম প্রক্রিয়ায় ব্যবহৃত প্রযুক্তির ক্রমউন্নয়নের সঙ্গে এ প্রাচীন আইনগুলোকে সেকেলেই বলতে হয়। আমাদের দেশে যে কটি আইন রয়েছে তা হলো- মানহানি, দেওয়ানি, ফৌজদারি, তথ্যপ্রযুক্তি ও আদালত অবমাননা আইন। এ ধরনের আইন যুক্তরাজ্য, ভারতসহ বিভিন্ন দেশে বহুকাল ধরে থাকার পরও তারা সামাজিক গণমাধ্যম ব্যবহারকারী নতুন ধরনের অপরাধীদের প্রতিহত করতে বাধ্য হয়েছে নতুন সময়োপযোগী আধুনিক আইন করতে আর ফলও হয়েছে মঙ্গলকর। এসব আইনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোও বাধ্য হয়েছে ভারত, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের দাবি মেনে নিতে। আমাদের দেশে এই নতুন শ্রেণির আক্রমণকারীদের অপরাধমূলক উপদ্রব বন্ধের জন্য অপরিহার্য হয়ে পড়েছে ভারত, যুক্তরাজ্য, জার্মানি, রাশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়ার অনুকরণে নতুন আইন প্রণয়ন করে সামাজিক গণমাধ্যম কোম্পানিগুলোকে প্রভাবিত করা। কোম্পানিগুলো মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বেশি বাড়াবাড়ি করে বিধায় আমাদের সংবিধানে এবং সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে মত প্রকাশের স্বাধীনতার ওপর যেসব সীমাবদ্ধতা আরোপিত রয়েছে তারও উল্লেখ থাকতে হবে যাতে কোম্পানিগুলোকে বোঝানো যায় যে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো আমাদের সংবিধানে প্রদত্ত মত প্রকাশের স্বাধীনতাও শর্তমুক্ত নয়। সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র এবং ইউরোপীয় মানবাধিকার কনভেনশনেও যে মত প্রকাশের স্বাধীনতার ওপর রয়েছে যুক্তিসংগত সীমাবদ্ধতা, তা-ও ব্যক্ত করার প্রয়োজন রয়েছে। বিশেষ করে সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের ২৯(খ) এবং ২৯(গ) অনুচ্ছেদে উল্লেখ করা সীমাবদ্ধতার কথাও তাদের জানিয়ে দিতে হবে।

আরও জানাতে হবে ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের ১০ (২) অনুচ্ছেদের কথা যেখানে উল্লেখ রয়েছে- ‘এসব (মত প্রকাশের) স্বাধীনতার সঙ্গে কর্তব্য এবং দায়িত্বও সম্পৃক্ত রয়েছে যার কারণে এগুলোর ওপর এমন সব ফর্মালিটি, শর্ত, সীমাবদ্ধতা অথবা ফৌজদারি শাস্তির বিধান প্রয়োগ করা যাবে, যা সংশ্লিষ্ট দেশসমূহের আইনে রয়েছে এবং যেগুলো গণতান্ত্রিক সমাজসমূহে রাষ্ট্রীয় নিরাপত্তা, অখণ্ডতা, গণশৃঙ্খলা, অরাজকতা এবং অপরাধ ঠেকানোর জন্য, স্বাস্থ্য এবং নৈতিকতা রক্ষার জন্য, অন্যের অধিকার রক্ষার জন্য অপরিহার্য। এ ছাড়া ইউরোপীয় মানবাধিকার আদালত এবং ব্রিটিশ, আমেরিকা ইত্যাদি দেশের আদালতগুলো মত প্রকাশের অধিকারের ওপর যেসব সীমাবদ্ধতার দাবি স্বীকৃতি দিয়েছে সেসব রায়ও উল্লেখ করতে হবে। ২০০২ সালে যুক্তরাজ্যের দ্বিতীয় শীর্ষ আদালত, কোর্ট অব আপিল, রানী-বনাম-পেরিনের সাজার বিরুদ্ধে আপিল খণ্ডন করে বলেছিল মত প্রকাশের স্বাধীনতা মানে যা ইচ্ছা তা বলার অধিকার নয়, সেখানে সমাজের বৃহত্তর স্বার্থ অবশ্যই দেখতে হবে। এভাবে নতুন আইন প্রণয়ন করলে এবং অন্যান্য দেশ যেসব পদক্ষেপ নিয়েছে তা অনুকরণ করলে আমরাও সামাজিক গণমাধ্যম মালিকদের প্রভাবিত করতে সফল হব, যা আমাদের দেশের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, গণতন্ত্রের অগ্রযাত্রা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ধর্মীয় মৌলবাদ প্রতিহত এবং মুক্তিযুদ্ধের চেতনা জিইয়ে রাখার জন্য অপরিহার্য।

লেখক : আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর
নির্বাচনের অপেক্ষায় ১৮ কোটি মানুষ
নির্বাচনের অপেক্ষায় ১৮ কোটি মানুষ
পুরুষতান্ত্রিকতায় দুর্বিষহ নারীজীবন
পুরুষতান্ত্রিকতায় দুর্বিষহ নারীজীবন
নির্বাচন হবে কী হবে না
নির্বাচন হবে কী হবে না
বৈষম্য থাকলে অর্থনৈতিক উন্নয়ন হয় না
বৈষম্য থাকলে অর্থনৈতিক উন্নয়ন হয় না
অপশক্তি রুখতে হবে যে কোনো মূল্যে
অপশক্তি রুখতে হবে যে কোনো মূল্যে
ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম, বর্তমান অবস্থা : জনগণের প্রত্যাশা
ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম, বর্তমান অবস্থা : জনগণের প্রত্যাশা
রমরমা মাদক কারবার তারুণ্যের মহাসর্বনাশ
রমরমা মাদক কারবার তারুণ্যের মহাসর্বনাশ
বসুন্ধরা কিংসের বিরুদ্ধে অযৌক্তিক সমালোচনা
বসুন্ধরা কিংসের বিরুদ্ধে অযৌক্তিক সমালোচনা
নির্বাচন হোক সংশয়মুক্ত
নির্বাচন হোক সংশয়মুক্ত
সাংবাদিক বিভুরঞ্জনের খোলা চিঠি
সাংবাদিক বিভুরঞ্জনের খোলা চিঠি
এক বছরে কতটা এগোল বাংলাদেশ?
এক বছরে কতটা এগোল বাংলাদেশ?
ক্ষমতার বৈপ্লবিক রূপান্তর ভিন্ন মুক্তি নেই
ক্ষমতার বৈপ্লবিক রূপান্তর ভিন্ন মুক্তি নেই
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে মা আটক
খাগড়াছড়িতে সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে মা আটক

৩ সেকেন্ড আগে | দেশগ্রাম

ঢাকার বাতাসে মাঝারি দূষণ, শীর্ষে কামপালা
ঢাকার বাতাসে মাঝারি দূষণ, শীর্ষে কামপালা

৪ মিনিট আগে | নগর জীবন

ইসরায়েলের জন্য নিজেদের আকাশসীমা ও বন্দর নিষিদ্ধ করল তুরস্ক
ইসরায়েলের জন্য নিজেদের আকাশসীমা ও বন্দর নিষিদ্ধ করল তুরস্ক

১৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

১৪ মিনিট আগে | দেশগ্রাম

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষে আহত ২০
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষে আহত ২০

৩১ মিনিট আগে | দেশগ্রাম

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার মুখে ফিলিস্তিনের প্রেসিডেন্ট
মার্কিন ভিসা নিষেধাজ্ঞার মুখে ফিলিস্তিনের প্রেসিডেন্ট

৩১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

রাজনীতি ছেড়ে অভিনয়ে ফেরার ইঙ্গিত কঙ্গনার
রাজনীতি ছেড়ে অভিনয়ে ফেরার ইঙ্গিত কঙ্গনার

৫০ মিনিট আগে | শোবিজ

খাদ্য সামগ্রীসহ ৭ পাচারকারী গ্রেফতার
খাদ্য সামগ্রীসহ ৭ পাচারকারী গ্রেফতার

৫৪ মিনিট আগে | দেশগ্রাম

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৩২ বস্তা টাকা, চলছে গণনা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৩২ বস্তা টাকা, চলছে গণনা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

আল নাসরের জয়ের ম্যাচে নতুন উচ্চতায় রোনালদো
আল নাসরের জয়ের ম্যাচে নতুন উচ্চতায় রোনালদো

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শেরপুরে বিলের পানিতে ডুবে দুই শিশুর মত্যু
শেরপুরে বিলের পানিতে ডুবে দুই শিশুর মত্যু

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

কিশোর গ্যাং ঠেকানোর কার্যকর উদ্যোগ নেই
কিশোর গ্যাং ঠেকানোর কার্যকর উদ্যোগ নেই

১ ঘণ্টা আগে | জাতীয়

পুলিশের পোশাক পরে ডাকাতি, আটক ২
পুলিশের পোশাক পরে ডাকাতি, আটক ২

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

টেকসই অর্থনীতি গড়তে হলে ক্ষমতার পুনর্বণ্টন জরুরি
টেকসই অর্থনীতি গড়তে হলে ক্ষমতার পুনর্বণ্টন জরুরি

২ ঘণ্টা আগে | অর্থনীতি

নুরের ওপর হামলার ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা
নুরের ওপর হামলার ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা

২ ঘণ্টা আগে | রাজনীতি

জাবিতে এখনো হলে হলে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীরা, জাকসুর সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা
জাবিতে এখনো হলে হলে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীরা, জাকসুর সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা

২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ইংল্যান্ড সফরের অনূর্ধ্ব–১৯ দল ঘোষণা
ইংল্যান্ড সফরের অনূর্ধ্ব–১৯ দল ঘোষণা

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাফার জোনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি
বাফার জোনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স
খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

আফগানিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের
আফগানিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের পদ্ধতি
মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের পদ্ধতি

৩ ঘণ্টা আগে | ইসলামী জীবন

গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরায়েলের
গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরায়েলের

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসলামী বিধানে সহজীকরণ নীতি ও নজির
ইসলামী বিধানে সহজীকরণ নীতি ও নজির

৩ ঘণ্টা আগে | ইসলামী জীবন

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩০ আগস্ট)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩০ আগস্ট)

৩ ঘণ্টা আগে | জাতীয়

কমলা হ্যারিসের নিরাপত্তা সুবিধা বাতিল করলেন ট্রাম্প
কমলা হ্যারিসের নিরাপত্তা সুবিধা বাতিল করলেন ট্রাম্প

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাঁচ বছরে নিখোঁজ মানুষের সংখ্যা ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে: রেড ক্রস
পাঁচ বছরে নিখোঁজ মানুষের সংখ্যা ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে: রেড ক্রস

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সপ্তাহে অন্তত পাঁচ দিন কমপক্ষে ৩০ মিনিট করে হাঁটুন
সপ্তাহে অন্তত পাঁচ দিন কমপক্ষে ৩০ মিনিট করে হাঁটুন

৫ ঘণ্টা আগে | জীবন ধারা

শেষ ওভারে মাদুশঙ্কার হ্যাটট্রিকে শ্রীলঙ্কার নাটকীয় জয়
শেষ ওভারে মাদুশঙ্কার হ্যাটট্রিকে শ্রীলঙ্কার নাটকীয় জয়

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফেসবুকে বিরক্তিকর ফ্রেন্ড সাজেশন বন্ধ করবেন যেভাবে
ফেসবুকে বিরক্তিকর ফ্রেন্ড সাজেশন বন্ধ করবেন যেভাবে

৬ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

সিরাজগঞ্জে দুই নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫
সিরাজগঞ্জে দুই নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
রাকসু ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান
রাকসু ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান

১৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া

১৩ ঘণ্টা আগে | নগর জীবন

‘জামায়াতের সঙ্গে ড. ইউনূসের রাতের যোগাযোগ আছে, প্র্যাক্টিক্যালি তারাই দেশ চালাচ্ছে’
‘জামায়াতের সঙ্গে ড. ইউনূসের রাতের যোগাযোগ আছে, প্র্যাক্টিক্যালি তারাই দেশ চালাচ্ছে’

১৭ ঘণ্টা আগে | রাজনীতি

‘দুই বাচ্চার মা’ মন্তব্যে ক্ষুব্ধ শুভশ্রী, পাল্টা জবাব দেবকে
‘দুই বাচ্চার মা’ মন্তব্যে ক্ষুব্ধ শুভশ্রী, পাল্টা জবাব দেবকে

২৩ ঘণ্টা আগে | শোবিজ

নুরের ওপর হামলার ঘটনা তদন্ত করা হবে : প্রেস সচিব
নুরের ওপর হামলার ঘটনা তদন্ত করা হবে : প্রেস সচিব

৯ ঘণ্টা আগে | জাতীয়

নৌবাহিনীর জাহাজে তুলে রোহিঙ্গাদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত: বিবিসি
নৌবাহিনীর জাহাজে তুলে রোহিঙ্গাদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত: বিবিসি

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নবজাতককে ফেলে পালালেন মা, বিপাকে বাবা
নবজাতককে ফেলে পালালেন মা, বিপাকে বাবা

১৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

মাদরাসার জন্য জরুরি নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ
মাদরাসার জন্য জরুরি নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

১৭ ঘণ্টা আগে | জাতীয়

আমেরিকার ৯০০ স্থানে বিক্ষোভের ডাক
আমেরিকার ৯০০ স্থানে বিক্ষোভের ডাক

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতের মতো বাকিদেরও একই পরিণতি হবে, মার্কিন সিনেটরের কড়া হুঁশিয়ারি
ভারতের মতো বাকিদেরও একই পরিণতি হবে, মার্কিন সিনেটরের কড়া হুঁশিয়ারি

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে

২৩ ঘণ্টা আগে | জাতীয়

ইসরায়েলি হামলায় হুথি প্রধানমন্ত্রী নিহত, দাবি রিপোর্টে
ইসরায়েলি হামলায় হুথি প্রধানমন্ত্রী নিহত, দাবি রিপোর্টে

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি নিয়ে আইএসপিআরের বক্তব্য
দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি নিয়ে আইএসপিআরের বক্তব্য

৯ ঘণ্টা আগে | জাতীয়

শুটিং সেটে আয়ুষ্মান-সারার ঝগড়া, মারামারিতে জড়ালেন কলাকুশলীরাও
শুটিং সেটে আয়ুষ্মান-সারার ঝগড়া, মারামারিতে জড়ালেন কলাকুশলীরাও

২২ ঘণ্টা আগে | শোবিজ

ইরানের পাল হামলায় ইসরায়েলের বহু-বিলিয়ন শেকেল ক্ষতি
ইরানের পাল হামলায় ইসরায়েলের বহু-বিলিয়ন শেকেল ক্ষতি

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের হয়ে ইউরোপকে চীন-রাশিয়ার হুঁশিয়ারি
ইরানের হয়ে ইউরোপকে চীন-রাশিয়ার হুঁশিয়ারি

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অবসরে যাচ্ছেন মেসি?
অবসরে যাচ্ছেন মেসি?

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে রিশাদ-সাইফুদ্দিন
হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে রিশাদ-সাইফুদ্দিন

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শনিবার সারা দেশে বিক্ষোভ করবে গণঅধিকার পরিষদ, ঢাকায় সমাবেশ
শনিবার সারা দেশে বিক্ষোভ করবে গণঅধিকার পরিষদ, ঢাকায় সমাবেশ

৯ ঘণ্টা আগে | রাজনীতি

নুরুল হক নুর ঢামেক হাসপাতালে ভর্তি
নুরুল হক নুর ঢামেক হাসপাতালে ভর্তি

১০ ঘণ্টা আগে | জাতীয়

ফ্রান্স থেকে ১২৮ বছর পর ফেরত আসছে মাদাগাস্কারের রাজার দেহাবশেষ
ফ্রান্স থেকে ১২৮ বছর পর ফেরত আসছে মাদাগাস্কারের রাজার দেহাবশেষ

১৮ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

‘কোনোভাবেই’ মার্কিন সৈন্যরা ভেনেজুয়েলায় আক্রমণ করতে পারে না : মাদুরো
‘কোনোভাবেই’ মার্কিন সৈন্যরা ভেনেজুয়েলায় আক্রমণ করতে পারে না : মাদুরো

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বগুড়ায় হানি ট্র্যাপ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
বগুড়ায় হানি ট্র্যাপ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

২৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইসলাম ভারতের অবিচ্ছেদ্য অংশ: আরএসএস প্রধান
ইসলাম ভারতের অবিচ্ছেদ্য অংশ: আরএসএস প্রধান

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাশিয়া থেকে তেল আমদানি আরও বাড়াচ্ছে ভারত
রাশিয়া থেকে তেল আমদানি আরও বাড়াচ্ছে ভারত

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : জয়নুল আবদিন ফারুক
ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : জয়নুল আবদিন ফারুক

১৯ ঘণ্টা আগে | রাজনীতি

যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক, পাল্টা পদক্ষেপ নিচ্ছে ব্রাজিল
যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক, পাল্টা পদক্ষেপ নিচ্ছে ব্রাজিল

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারত চ্যাম্পিয়ন, সাফ শিরোপা স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ভারত চ্যাম্পিয়ন, সাফ শিরোপা স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঈদে মিলাদুন্নবীর ছুটি আওতার বাইরে যারা
ঈদে মিলাদুন্নবীর ছুটি আওতার বাইরে যারা

১৫ ঘণ্টা আগে | জাতীয়

বাফার জোনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি
বাফার জোনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদ সংঘর্ষে রণক্ষেত্র
জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদ সংঘর্ষে রণক্ষেত্র

প্রথম পৃষ্ঠা

কোকেন বাণিজ্যে রাঘববোয়াল
কোকেন বাণিজ্যে রাঘববোয়াল

প্রথম পৃষ্ঠা

শিক্ষার্থী পাচ্ছে না দুর্বল মেডিকেল কলেজ
শিক্ষার্থী পাচ্ছে না দুর্বল মেডিকেল কলেজ

পেছনের পৃষ্ঠা

দিনাজপুরে বিদেশি ফল চাষে সফলতা
দিনাজপুরে বিদেশি ফল চাষে সফলতা

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

রোহিঙ্গা বাড়ছে ব্যাপকহারে
রোহিঙ্গা বাড়ছে ব্যাপকহারে

পেছনের পৃষ্ঠা

বিদেশে ছাপা হবে ৬০০ কোটি টাকার পাঠ্যবই
বিদেশে ছাপা হবে ৬০০ কোটি টাকার পাঠ্যবই

প্রথম পৃষ্ঠা

মরুর দুম্বা বাংলাদেশে পালন
মরুর দুম্বা বাংলাদেশে পালন

শনিবারের সকাল

বিএনপির দুই নেতা মনোনয়ন দৌড়ে, জামায়াতের চূড়ান্ত
বিএনপির দুই নেতা মনোনয়ন দৌড়ে, জামায়াতের চূড়ান্ত

নগর জীবন

বিএনপি প্রার্থীর সঙ্গে লড়বেন জেলা আমির
বিএনপি প্রার্থীর সঙ্গে লড়বেন জেলা আমির

নগর জীবন

সবজি থেকে মাছ সবই নাগালের বাইরে
সবজি থেকে মাছ সবই নাগালের বাইরে

নগর জীবন

পানির সংকটে ৫ লাখ মানুষ
পানির সংকটে ৫ লাখ মানুষ

নগর জীবন

চলচ্চিত্রের সাদা কালো যুগ : গানেই হিট ছবি
চলচ্চিত্রের সাদা কালো যুগ : গানেই হিট ছবি

শোবিজ

মোবাইলকাণ্ডে বরখাস্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
মোবাইলকাণ্ডে বরখাস্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রথম পৃষ্ঠা

অনেক প্রত্যাশা শিক্ষার্থীদের
অনেক প্রত্যাশা শিক্ষার্থীদের

প্রথম পৃষ্ঠা

ট্রিলিয়ন ডলারের হালাল পণ্যের মার্কেটে বাংলাদেশ
ট্রিলিয়ন ডলারের হালাল পণ্যের মার্কেটে বাংলাদেশ

পেছনের পৃষ্ঠা

শিল্পীর তুলিতে ঢাকার ঐতিহ্য
শিল্পীর তুলিতে ঢাকার ঐতিহ্য

পেছনের পৃষ্ঠা

জেলে থেকে ফেসবুকে নির্বাচনি প্রচার!
জেলে থেকে ফেসবুকে নির্বাচনি প্রচার!

পেছনের পৃষ্ঠা

নেদারল্যান্ডসকে ছোট করে দেখছেন না সিমন্স
নেদারল্যান্ডসকে ছোট করে দেখছেন না সিমন্স

মাঠে ময়দানে

থামছেই না নারী পাচার
থামছেই না নারী পাচার

পেছনের পৃষ্ঠা

হানি ট্র্যাপে ফেলে চাঁদা দাবি, তিন নারীসহ গ্রেপ্তার ৭
হানি ট্র্যাপে ফেলে চাঁদা দাবি, তিন নারীসহ গ্রেপ্তার ৭

পেছনের পৃষ্ঠা

১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাজ্য
১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাজ্য

প্রথম পৃষ্ঠা

বিএনপির দুই নেতা-কর্মীকে কুপিয়ে হত্যা
বিএনপির দুই নেতা-কর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম পৃষ্ঠা

আজ চালু হচ্ছে সাত ইন্টারসেকশন
আজ চালু হচ্ছে সাত ইন্টারসেকশন

পেছনের পৃষ্ঠা

ফেনীতে লোকালয়ে বাঘ, আতঙ্ক
ফেনীতে লোকালয়ে বাঘ, আতঙ্ক

পেছনের পৃষ্ঠা

ফ্লাইওভার ব্যবহার করতে পারবে দক্ষিণবঙ্গের বাস
ফ্লাইওভার ব্যবহার করতে পারবে দক্ষিণবঙ্গের বাস

পেছনের পৃষ্ঠা

প্রতিরোধে সোচ্চার সবাই সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি
প্রতিরোধে সোচ্চার সবাই সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি

প্রথম পৃষ্ঠা

কনটেইনারজট কমাতে নিলামের নির্দেশ
কনটেইনারজট কমাতে নিলামের নির্দেশ

পেছনের পৃষ্ঠা

খারাপ মানুষকে সংসদে পাঠাবেন না
খারাপ মানুষকে সংসদে পাঠাবেন না

প্রথম পৃষ্ঠা

নির্বাচনের অপেক্ষায় ১৮ কোটি মানুষ
নির্বাচনের অপেক্ষায় ১৮ কোটি মানুষ

সম্পাদকীয়