দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক সোহেলের (২২) গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায় এখন শোকের মাতম চলছে।
পরিবারের ছোট ছেলের অকাল মৃত্যুর খবরে শোকে পাথর প্রায় বাবা নূরুল ইসলাম। একই অবস্থা মা জয়নব বিবির। পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে কুমিল্লার চান্দিনা পৌরসভার ছায়কোট গ্রাম।
পারিবারিক সূত্রে জানায়, ছায়কোট জামিরাপাড়া গ্রামের ব্যবসায়ী নূরুল ইসলামের ছেলে সোহেল ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে গিয়ে তার মামা ও খালুদের আশ্রয়ে থাকতে শুরু করেন। পরবর্তীতে তিনি ওই দেশের শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। কর্মের সুবাদে তিনি খালু আবু ইউসুফের দোকানে কাজ করতেন।
শনিবার দক্ষিণ আফ্রিকার সময়ে রাত সাড়ে ৯টায় ও বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ১২টায় দিকে আফ্রিকান সন্ত্রাসীরা দোকানে এসে চাঁদা দাবি করে। সোহেল চাঁদা দিতে অপারগতা জানালে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। রবিবার ভোর সাড়ে ৪টায় আততায়ীর গুলিতে সোহেল নিহত হওয়ার খবরটি তার বাড়িতে পৌঁছে।
বিডি-প্রতিদিন/ ১৮ জানুয়ারি, ২০১৫/ রশিদা