পিঠা পছন্দ করেন না এমন বাঙালী খুঁজে পাওয়া মুশকিল। কুয়েতে দূতাবাসের পৃষ্টপোষকতায় ও প্রবাসীদের সহযোগিতায় স্থানীয় একটি স্টেডিয়ামে এই প্রথমবার আয়োজন করা হয় পৌষের পিঠা উৎসব। মেলায় প্রায় শতাধিক স্টলে বাংলার সকল জেলার ঐতিহ্যবাহী হরেক মজাদার পিঠার সমারোহ ঘটে।
মরুর দেশে বাংলার স্বাদ পেয়ে আবেগে আপ্লুত প্রবাসীরা। স্মৃতিচারণে মেতে ওঠেন অনেকেই। মায়ের হাতের পিঠা খেয়ে দিন শুরু করার কথা বলেন তারা।
শুক্রবার সকালে দাসমা হাসান আবুল স্টেডিয়ামে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন এনডিসি, পিএসসি পিঠা উৎসবের উদ্বোধন করেন। দিনব্যাপী মেলায় উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাচি বিগ্রেডিয়ার জেনারেল মো. নাসিমূল গনি, কাউন্সিলর আবদুল লতিফ খান, প্রথম সচিব আবদুল জলিলসহ বিভিন্ন সামাজিক, সাস্কৃতিক, রাজনীতিক, ব্যবসায়ী সংগঠনের অসংখ্য প্রবাসী ও তাদের পরিবারবর্গ। ছোটবড় সকল ছেলে-মেয়েদের জন্য দেশীয় খেলার আয়োজনের কমতি ছিলো না মেলায়।
বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি, ২০১৫/ রশিদা