সৌদি আরব ১৫ থেকে ২০ হাজার টাকায় বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেবে। এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সৌদি আরব সফর শেষে আজ রবিবার প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ বলেন, খুব শিগগিরই এ কার্যক্রম শুরু হবে। কর্মী পাঠানো প্রক্রিয়ায় ন্যূনতম অভিবাসন ব্যয় ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। ভিসা বাণিজ্যে কেউ জড়িত থাকলে, সৌদি আইন অনুযায়ী তাকে ১৫ বছরের কারাদণ্ড দেবে সৌদি সরকার।
মন্ত্রী বলেন, শ্রমিক নেয়ার ক্ষেত্রে ভিসা, যাতায়াত ও মেডিকেল খরচ বহন করবে সৌদি আরবের সংশ্লিষ্ট কারখানা মালিক। শ্রমিকদের যে টাকাটা দিতে হবে সেটা পাসপোর্ট, এজেন্সি ফি ও ঢাকায় তাদের যাতায়াত মিলিয়ে খরচ হবে।
মন্ত্রী বলেন, বিদেশ যেতে আগ্রহী নিবন্ধনকৃত ২২ লাখ শ্রমিকের তালিকার বিষয়ে সৌদি সরকারকে জানানো হয়েছে। তারা বাংলাদেশে একটি টিম পাঠাবে। এরপর দুই দেশের প্রতিনিধিদের সমন্বয় একটি যৌথ কমিটি করা হবে। এই কমিটি শ্রদিকদের একটি যৌথ প্রশিক্ষণের ব্যবস্থা করবে। সেক্ষেত্রে সৌদি সরকার যতো শ্রমিক নিতে আগ্রহী হবে, নিবন্ধন তালিকা থেকে তার তিন গুণ শ্রমিক তাদের দেয়া হবে। সেখান থেকে তারা দক্ষ শ্রমিক বাছাই করে নেবে।
বিডি-প্রতিদিন/ ২৫ জানুয়ারি, ২০১৫/ রশিদা