যুক্তরাজ্যের লন্ডনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা পড়ান হাফিজ মোহাম্মদ সাদিকুর রহমান।
আজ রবিবার স্থানীয় সময় তিনটায় পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান ও লন্ডন বিএনপির নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
জানাজার নামাজের আগে তারেক রহমান তার ভাইয়ের আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া চান।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো। ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে বাকরুদ্ধ তারেক কিছুক্ষণ চুপচাপ বসে থাকেন, এরপরই কান্নায় ভেঙে পড়েন। পরে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করেন কিন্তু ভিসা জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তাই রবিবার স্থানীয় সময় বিকেল ৩টায় দলীয় নেতাকর্মীও সাধারণ মানুষকে নিয়ে গায়েবানা জানাজায় অংশ নেন।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৫/মাহবুব