দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন কূটনীতিক মো. জুলফিকার রহমান। বর্তমানে তিনি তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার ও অনুবিভাগ।
বিবৃতিতে বলা হয়, মো. জুলফিকার রহমান দক্ষিণ কোরিয়ায় নতুন রাষ্ট্রদূত হিসেবে পালন করবেন। তিনি বিসিএস (পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক) ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা। তুর্কি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের আগে জুলফিকার রহমান নয়াদিল্লি দূতাবাস ও নিউইয়র্কে জাতিসংঘ স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেন। তারও আগে দায়িত্ব পালন করেন মানামায় নিযুক্ত দূতাবাস এবং লস অ্যাঞ্জেলস কনস্যুলেটে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) থেকে এমবিবিএস উত্তীর্ণ এ কূটনীতিক ১৯৯৪ সালে প্যারিসের একটি প্রতিষ্ঠান থেকে কূটনৈতিক বিষয়ে উচ্চতর ডিপ্লোমা সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত জুলফিকার তিন সন্তানের বাবা।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব