বাংলাদেশে চলমান আন্দোলনের সমর্থনে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ-সমাবেশ করলেন যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, জাসাসের নেতা-কর্মীরা।
'ম্যাডাম অনাহারে কেন-প্রবাসীরা জানতে চায়', 'এই মুহূর্তে দরকার-তত্বাবধায়ক সরকার', 'জেল-জুলুম-হুলিয়া-নিতে হবে তুলিয়া', 'জনতার একদাবি-হাসিনার পদত্যাগ' ইত্যাদি স্লোগানে বিএনপির নেতা-কর্মীরা প্রকম্পিত করলেন হোয়াইট হাউজের আশপাশ।
১৬ ফেব্রুয়ারি সোমবার হাড় কাঁপানো শীতের মধ্যে অনুষ্ঠিত এ বিক্ষোভে অতিথি ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা ড. ওসমান ফারুক। নিউইয়র্ক, নিউজার্সী, পেনসিলভেনিয়া, দেলওয়ারে, কানেকটিকাট, ম্যারিল্যান্ড এবং ভার্জিনিয়ার নেতা-কর্মীরা অংশ নেন এ কর্মসচিতে।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাটের সভাপতিত্বে এ সমাবেশ পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। বক্তৃতা করেন সাবেক সহসভাপতি গিয়াস আহমেদ ও শরাফত হোসেন বাবু, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভুইয়া, জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক রাজ্য বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন প্রমুখ।