জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাতক হিসেবে মৃত্যুদন্ডপ্রাপ্ত নূর চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে ১৬ ফেব্রুয়ারি সোমবার কানাডার ৩ মন্ত্রীসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক।
কানাডার রাজধানী অটোয়ায় পৃথক পৃথকভাবে এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশিষ্ট কিছু বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে এনআরবি নিউজকে জানান শহীদুল হক।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক ব্যবসা বিষয়ক ডেপুটি মন্ত্রী ক্রিস্টিন হ্যাগেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সহকারী-ডেপুটি মন্ত্রী সুজান গ্রেগসন এবং সিনিয়র এসোসিয়েট ডেপুটি মন্ত্রী পিটার এম বয়েহম এর সাথে পৃথক পৃথক বৈঠকে দ্বি-পাক্ষিক বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। কানাডার মন্ত্রীরা বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা করে বলেন, গণতান্ত্রিক সরকারের সাথে কানাডা সবসময় সহায়তামূলক মনোভাব নিয়ে কাজ করে।
পররাষ্ট্র সচিব উল্লেখ করেন যে, একটি জাতির স্থপতিকে নৃশংসভাবে যারা হত্যা করেছে তারা মানবতার শত্রু এবং একটি স্বাধীন জাতিগোষ্ঠির শত্রু। তাই নূর চৌধুরীকে বাংলাদেশের আইনে সোপর্দ করা জরুরি।