যুক্তরাষ্ট্রের ৬ কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াতির দায়ে বিএনপির বৈদেশিক বিষয়ক দূত ও বিশেষ উপদেষ্টা থেকে অপসারিত ডা. মজিবুর রহমান মজুমদারকে পাশে বসিয়ে বিএনপির সহ-সভাপতি সাদেক হোসেন খোকা এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুকের সমাবেশ করার ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটেছে।
ফিলাডেলফিয়ায় ১৩ ফেব্রুয়ারি রবিবার রাতে পেনসিলভেনিয়া স্টেট বিএনপির এক সমাবেশের মঞ্চে বহুল বিতর্কিত মজিবুর রহমান মজুমদারকে বিশেষ অতিথি হিসেবে বসানোর পর বক্তব্য দিতেও দেখা যায়।
১৮ ফেব্রুয়ারি বুধবার বাজারে আসা 'ঠিকানা' পত্রিকায় এ ব্যাপারে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর ছি ছি রব উঠেছে সুধীজনে। রাজনৈতিক সচেতন প্রবাসীরা মন্তব্য করেছেন, যে অপকর্মের জন্যে মূলধারায় বাংলাদেশীদের ইমেজ প্রশ্নবিদ্ধ হয়েছে, সেই ঘটনায় জড়িতদের ব্যাপারে বিএনপি নেতৃবৃন্দের এত দুর্বলতা কেন?
উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে মার্কিন কংগ্রেসের ফরেন রিলেশন্স কমিটির চেয়ারম্যান, কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের চেয়ারম্যানসহ ৬ কংগ্রেসেম্যানের স্বাক্ষর জালিয়াতির এ ঘটনা প্রবাসী বাংলাদেশীদেরকেও বিব্রত করেছে। ঐ ঘটনার পর যারাই কংগ্রেসম্যানদের সাথে স্বাক্ষাত করতে গেছেন তাদেরকেও প্রশ্নবানে জর্জরিত হতে হয়।
আরো উল্লেখ্য, ৬ কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করে বিএনপির পক্ষে বিবৃতি তৈরী করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় বিতরণ করা হয়। তা ৮ জানুয়ারি বাংলাদেশের প্রধান প্রধান কয়েকটি দৈনিকে প্রকাশিতও হয়। তা দেখে বিস্ময় প্রকাশ করে বিবৃতি দেন যুক্তরাষ্ট্র হাউজে ফরেন রিলেশন্স কমিটির চেয়ারম্যানসহ ৬ কংগ্রেসম্যান।
বিএনপি কর্তৃক জালিয়াতির এ ঘটনায় তুমুল আলোড়ন সৃষ্টি হলে ১৩ জানুয়ারি বেগম খালেদা জিয়ার নির্দেশে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে জালিয়াতির সাথে জড়িত ডা. মজিবর রহমান মজুমদার এবং জাহিদ সর্দার সাদীর 'বিএনপির বৈদেশিক বিষয়ক দূত ও বিশেষ উপদেষ্টা' পদ বাতিল করা হয়।
জালিয়াতির জন্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপির ঐ দুই ব্যক্তির পদ-পদবী বাতিলের এ তথ্য জানান নিউইয়র্কে ক্যান্সারের চিকিৎসারত বিএনপি সহ-সভাপতি সাদেক হোসেন খোকা। এ উপলক্ষে ১৩ জানুয়ারি মঙ্গলবার রাতে জ্যাকসন হাইটসে খোকা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন এবং প্রবাসে বিএনপির নেতা-কর্মীরা হাফ ছেড়ে বেঁচেছিলেন। কিন্তু তা বেশীদিন স্থায়ী হয়নি। জালিয়াতির জন্যে পদ হারানো ডা. মজিবর রহমান মজুমদারকে পাশে বসিয়ে সভায় অংশ নেন সাদেক হোসেন খোকা এবং ড. ওসমান ফারুক। সর্বশেষ ১৫ ফেব্রুয়ারি রবিবার রাতেও পেনসিলভেনিয়া বিএনপির এক প্রতিবাদ সমাবেশের মঞ্চে সাদেক হোসেন খোকা এবং ড. ওসমান ফারুকের পাশেই বসেছিলেন ডা. মজিবর রহমান মজুমদার। মজুমদার বক্তব্যও দিয়েছেন বিশেষ অতিথি হিসেবে। এই সমাবেশের মঞ্চে আরো ছিলেন বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য-সচিব মুশফিক ফজল আনসারী।
মুশফিক ফজল আনসারী কয়েক সপ্তাহ আগে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির এক সংবাদ সম্মেলনে কংগ্রেসম্যানদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ভূয়া বিবৃতি প্রদানকারীদের কঠোর সমালোচনা করেছিলেন। অথচ পেনসিলভেনিয়া বিএনপির এই সভায় তিনিও ঐ মজিবর রহমার মজুমদারের সাথে খোশ গল্পে মেতেছিলেন বলে নেতা-কর্মীরা উল্লেখ করেন।
'জালিয়াতির সাথে সম্পৃক্ত থাকায় যাদেরকে বিএনপির পদ থেকে অপসারণের নির্দেশ দিলেন চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তাদেরই একজনকে বিএনপির সভামঞ্চে বসানোর হেতু কি'-এমন জিজ্ঞাসা প্রবাসের নেতা-কর্মীদের। প্রসঙ্গত: উল্লেখ্য যে, জালিয়াতির দায়ে পদবী হারানো অপর ব্যক্তি জাহিদ এফ সর্দার সাদী নিজেকে আড়ালে রেখেছেন।