যুদ্ধাপরাধের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুস সোবহানের ফাঁসির আদেশের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাজ্যভিত্তিক একটি সংগঠন। সেভ বাংলাদেশ ইউকে নামে সংগঠনটি শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুমা পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আবদুস সোবহানের মুক্তি দাবি করে।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ‘সেভ বাংলাদেশ ইউকে’র চেয়ারম্যান ব্যারিষ্টার নজরুল ইসলাম। সাবেক ছাত্রনেতা বদরে আলমের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলাম ইউরোপের কো-অর্ডিনেটর ব্যারিষ্টার আবু বক্কর মোল্লা, সিটিজিনে মুভমেন্ট ইউকের আহ্বায়ক এম এ মালেক, ব্যারিষ্টার সারোয়ার কামাল, মাওলানা আবদুস সোবহানের দৌহিত্র মীর আব্দুল আউয়াল তারেক, মোজাম্মেল হোসেন, সৈয়দ জামাল আহমেদ মাওলানা আবুল হাসনাত চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ