রাজনৈতিক দল কর্তৃক নিরীহ মানুষদের ওপর আক্রমণ চালানোর ঘটনার নিন্দা জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ‘এ ধরনের হীন কর্মকাণ্ড থেকে অবিলম্বে বিরত হওয়া প্রয়োজন। রাজনীতির নামে নিরীহ মানুষদের টার্গেট করার ঘটনাকে কোনভাবেই সহ্য করা যায় না। একইভাবে গণতান্ত্রিক বাংলাদেশে রাজনৈতিক কর্মকান্ডের ওপর কোন বিধিনিষেধও আরোপ করা ঠিক নয়।’
১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরির সাথে এক বৈঠকে মিলিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বৈঠকে বাংলাদেশের চলমান অস্থিরতা, দ্বি-পাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় এবং আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন ইস্যুতে বিস্তারিত কথা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা জানান।
বাংলাদেশের গণতান্ত্রিক ভিত জোরদার করতে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক সমাধানের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করতে সবধরনের সহায়তায় আমরা প্রস্তুত।’
কেরি আরও বলেন, ‘সকল রাজনৈতিক দলের মতামত শান্তিপূর্ণভাবে প্রকাশের পরিবেশ তৈরীর দায়িত্ব হচ্ছে সরকারের।’ বাংলাদেশের মানুষের মানবাধিকার নিশ্চিত রাখার স্বার্থে মুক্ত-স্বাধীন গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার প্রয়োজনীয়তা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব