অসাম্প্রদায়িক চেতনায় পরম শ্রদ্ধা-ভালবাসায় ভাষা শহীদদের স্মরণ করল অষ্ট্রিয়া প্রবাসী বাঙালিরা। অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার সুলগাসে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারের বেদীতে শুক্রবার স্থানীয় সময় অনুযায়ী একুশের প্রথম প্রহরে পুষ্পাঞ্জলি অর্পণ করেন অষ্ট্রিয়া প্রবাসী বাঙালিরা।
পুষ্পাঞ্জলি অর্পণের পর ভিয়েনার পিজারিয়া কাবালু ভিয়ানকোর হলরুমে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অষ্ট্রিয়া আওয়ামী লীগের উদ্দোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক ও সাংবাদিক এম. নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, সামছুল ইসলাম, রুহী দাস সাহা, এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, লুৎফর রহমান সুজন, বাঙালি-অষ্ট্রিয়ান হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশন এর নেতা রতন সাহা প্রমুখ।
অনুষ্ঠানে এম. নজরুল ইসলাম বলেন, ‘বাঙালি তাঁর অধিকার আদায়ের সকল সংগ্রামে সাহস ও শক্তি পেয়েছে একুশ থেকে। এক কথায় বাংলাদেশের সকল আন্দোলনের মাতৃকা একুশে।’ তিনি বলেন, ‘একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশে বর্তমানে পেট্রলবোমা মেরে মানুষ হত্যাকারী, জঙ্গী সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দিতে হবে। এটাই হোক আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা।’
বিপুল সংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতিতে অনুষ্ঠানে অমর একুশের গান, মুক্তিযুদ্ধের গান ও দেশাত্বকবোধক গান পরিবেশন করা হয়।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব