অমর একুশে উদযাপন উপলক্ষে শনিবার আমিরাতের কেন্দ্রীয় বঙ্গমাতা পরিষদের উদ্যোগে স্থানীয় একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় এরশাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বঙ্গমাতা পরিষদের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মোহাম্মদ ছালেহ।
কে এম আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেলায়েত হোসেন হিরো, জাহাঙ্গীর কবির বাপ্পি, কামরুল হাসান জনি, নুর হোসেন, আজজিুর রহমান, ইসমাইল, মিজান, মোহাম্মদ আলী প্রমুখ।
বক্তারা বলেন, একুশের চেতনায় উজ্জিবিত হয়ে নতুন প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস পৌঁছানো ও বছরে একবার একুশে ফেব্রুয়ারি পালন না করে বিশ্বে বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরতে ভূমিকা রাখতে হবে আমাদের।
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা