টান টান উত্তেজনাকর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শ্বাসরূদ্ধকর জয় এনে দেয়ার নায়ক রুবেলের কৃতীত্বে উচ্ছ্বসিত আরব আমিরাত প্রবাসীরা।
টিভির পর্দায় চোখ রাখা প্রবাসীদের শেষ মুহূর্ত্বে কারো কারো চোখে গড়াতে দেখা গেছে আনন্দঅশ্রু। ইংল্যান্ডের পক্ষে অর্ধশতক করা ইয়ান বেলকে ফেরানোর পর অধিনায়ক ওয়েন মর্গ্যানকেও ফেরান রুবেল হোসেন। আবার নিজের শেষ ওভারটি করতে এসে প্রথম তিন বলেই দুটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশ দলের জন্য নিশ্চিত করেন কোয়ার্টার ফাইনাল।
১৫ রানে জয় নিশ্চিত হবার সাথে সাথে উল্লাসে মেতে উঠেন প্রবাসীরা। রাস্তায় মিছিল করার নিয়ম না থাকায় স্ব স্ব অবস্থান থেকে আনন্দ ভাগ করেন নিজেরা। বাংলাদেশ ক্রিকেটদলকে জানান অভিনন্দন। প্রবাসীরা রুবেলের সাথে ধন্যবাদ জানান রিয়াদ, মুশফিক, মাশরাফিদের। অনেকেই নিজেদের ফেসবুকে রুবেলের কৃতীত্বের স্বীকারোক্তি স্বরূপ 'হ্যাপীময়' করে তুলেন ফেসবুক ওয়াল।
লাল-সবুজের পতাকা কোয়ার্টার ফাইনালেও উড়বে আপন মর্যাদায় এমন মন্তব্যের করে প্রবাসীরা বলেন, 'আজকের মতো করে মাশরাফিরা নিজেেদের সেরাটুকু দিতে পারলে ভবিষ্যতেও আমাদের জয় নিশ্চিত।'
উল্লেখ্য, বাংলাদেশ দলের বিজয় উপলক্ষ্যে দুবাইয়ের স্থানীয় সময় রাত নয়টায় বাংলাদেশ কন্স্যুলেটের বিজয় উদযাপন করবে প্রবাসীরা।