ক্রিকেট যুদ্ধে একসময়ের পরাক্রমশালী ইংল্যান্ডকে ১৫ রানে পরাজিত করে এক খেলা বাকি থাকতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। আর দলের এ গৌরবময় বিজয়ে আনন্দ-উল্লাসে ভেসেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা প্রবাসী বাঙালিরা।
ভিয়েনা সময় ভোর সাড়ে ৪টা থেকেই ঘরে ঘরে প্রবাসী বাঙালিরা খেলা উপভোগ শুরু করেন। দ্বিতীয় রাউন্ডে উত্তরণে গুরুত্বপূর্ণ এই খেলাটি সম্পর্কে প্রবাসীদের মধ্যেও ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠা ছিল। শেষ পর্যন্ত এক দুর্দান্ত জয়ে আনন্দের ঢেউ বয়ে যায় প্রবাসীদের মধ্যে।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৫/ রশিদা